বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ২০৯ রানের জয়ে অনভিজ্ঞ স্পিনারদের অবদানে খুশি শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার ও দলের জয়ের পথ সহজ করেছেন দলের নতুন স্পিনাররা। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।
সিরিজের দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় প্রবীন জয়াবিক্রমার। এক টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন রমেশ মেন্ডিস। দু’জনে মিলে দ্বিতীয় টেস্টে ১৭ উইকেট নিয়েছেন।
ম্যাচে ১১ উইকেট নেন জয়াবিক্রমা। এতে বিশ্বের ১৬তম বোলার হিসেবে অভিষেকেই ১০ উইকেটের বেশি শিকারের নজির গড়লেন তিনি। শ্রীলঙ্কার মধ্যে অভিষেক ম্যাচে সেরা বোলিং ফিগারও জয়াবিক্রমার। ১৭৮ রানে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জয়াবিক্রমা।
ম্যাচ জয়ের পর করুনারত্নে বলেছেন, ‘আমি তাদের পারফরমেন্সে সত্যিই খুশি। এমন এক সময়, যখন আমাদের কোন অভিজ্ঞ স্পিনার ছিল না, তারা এসে অভিজ্ঞ খেলোয়াড়দের মতো বোলিং করেছে এবং তাদের পারফরমেন্স ছিল পরিপূর্ণ।’
তিনি বলেন, ‘রমেশ তার লাইন-লেন্থ এবং যেভাবে চাপ তৈরি করেছে সেদিকে আরও উন্নতি করতে পারে। তবে জয়াবিক্রমা তার শতভাগ দিয়েছে। তিনি এমন একজন বোলারের মতো খেলেছেন যা দেখে মনে হয়নি, তার মাত্র ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এটি আমাদের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য দুর্দান্ত লক্ষণ।’
রঙ্গনা হেরাথের সাথে অভিষেক হওয়া জয়াবিক্রমার মধ্যে মিল খুঁজে পেয়েছেন বলেও জানান লঙ্কান অধিনায়ক। করুনারত্নে বলেন, ‘সাধারণ বিষয়গুলো ভালোভাবে করেন জয়াবিক্রমা। ডেলিভারিগুলো সঠিক জায়গা রেখেছেন। এটি রঙ্গনা হেরাথ করতে দেখেছি আমরা। ব্যাটসম্যানকে খেলতে দিতেন এবং কিছু করার সুযোগ দিতেন সে।’
‘আপনি যখন এ পর্যায়ে খেলেন, আপনার লাইন এবং লেন্থে ধারাবাহিকতা থাকতে হবে। এটাই ছিল তার গোপন রহস্য। আমার মনে হয় রমেশও তাকে অন্য প্রান্ত থেকে প্রচুর সহায়তা করেছে, বাড়তি চাপ বাড়িয়েছিল। এ বোলিং জুটি ভালো ছিল এবং তাদের ভালো বোঝাপড়া ছিল, কারণ একই ক্লাবের হয়ে খেলে থাকেন তারা।’
সিরিজের তিন ইনিংসে ৪২৮ রান করেছেন করুনারত্নে। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরিও ও পরের ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। সিরিজে সাফল্যের রহস্যও জানিয়েছেন লঙ্কান অধিনায়ক।
তিনি বলেন, ‘কিছু ছোটখাটো পরিবর্তনও আনতে হয়েছিল। আমি আমার কৌশল পরিবর্তন করিনি, তবে আমি আমার দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন করেছি। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনার হিসেবে আমি কিছুটা আগ্রাসী ছিলাম। কিছু সিরিজে আপনি আক্রমণাত্মক হতে পারেন, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আমি কিছু ভুল সিদ্বান্ত নিয়েছিলাম।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]