শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হারের পেছনে টস বড় ভূমিকা রেখেছিল বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৯ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।
প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। ম্যাচ শেষে মমিনুুল জানিয়েছেন, টস জিতলে খেলার ফল অন্যরকম হতে পারতো।
সোমবার (৩ মে) ম্যাচ পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মমিনুল বলেন, ‘এ ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল- টস। খেলার প্রথম দু’দিন পিচ থেকে কোনো সহায়তায় পায়নি বোলাররা। আমি মনে করি, এ ম্যাচের ফলাফলের ৫০ শতাংশ টস-নির্ধারণ করে দিয়েছে।’
সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৪৩ রানের জন্য ফলো-অনে পড়ে বাংলাদেশ। তবে বাংলাদেশকে ফলো-অন না করিয়ে ৯ উইকেটে ১৯৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
ফলে ম্যাচ জয়ের জন্য ৪৩৭ রানের বড় টার্গেট পায় বাংলাদেশ। জবাবে ২২৭ রানে নিজেদের ইনিংস গুটিয়ে নেয় টাইগাররা।ম্যাচের প্রথম ইনিংস থেকে কোন প্রকার সুবিধা পায়নি বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে দাপট দেখিয়ে শ্রীলঙ্কার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি স্পিনার প্রবিন জয়াবিক্রমা। ৯২ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের হার নিশ্চিত করেন জয়াবিক্রমা।
দ্বিতীয় ইনিংসে পিচ থেকে কিছ্টুা সুবিধা পেয়েছিলেন বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে ততক্ষণে ম্যাচের লাগাম চলে যায় শ্রীলঙ্কার হাতে।
মমিনুল বলেন, ‘উইকেটটি প্রথম টেস্টের মতো ছিল। তবে আমি মনে করি না আমরা একজন স্পিনার কম নিয়ে খেলতে নেমেছি। আমরা যদি প্রথমে ব্যাটিং করতাম, তবে চিত্রটি অন্যরকম হতে পারতো।’
তিনি বলেন, ‘তারা আজ (সোমবার) আমাদের অবস্থানে থাকতে পারতো এবং আমরা তাদের অবস্থানে থাকতে পারতাম (যদি আমরা আগে ব্যাট করতাম)। আমি মনে করি না, এটি ওই ধরনের উইকেট, যেখানে অনেক স্পিনার দরকার। আমি মনে করি আমাদের দু’জন উন্নত মানের স্পিনার আছে, যারা এ উইকেটের জন্য যথেষ্ট।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]