সিরিজের দ্বিতীয় টেস্টে জয় পেতে শেষ ও পঞ্চম দিনে (সোমবার) বাংলাদেশকে আরও ২৬০ রান করতে হবে। এ রান করতে পুরো একটি দিনের সাথে হাতে রয়েছে ৫টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪৩৭ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৭৭ রান করেছে টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়েছেন টপ অর্ডারের চার ব্যাটার। তামিম ইকবাল ২৪, সাইফ হাসান ৩৪, নাজমুল হোসেন শান্ত ২৬ এবং অধিনায়ক মমিনুল হক ৩২ রান করেন। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা মুশফিকুর রহিম করেন ৪০ রান।
চতুর্থ দিন শেষে ১৪ রানে লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ ৪ রানে অপরাজিত আছেন। স্বাগতিক শ্রীলঙ্কার হয়ে বল হাতে অফস্পিনার রমেশ মেন্ডিস ৩টি এবং প্রবীণ জয়াবিক্রামা ২টি উইকেট নিয়েছেন।
এদিকে, শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ৪৩৭ রান করতে পারলে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে ৪৩৭ বা তার বেশি রানের টার্গেট কখনোই স্পর্শ করতে পারেনি বিশ্বের কোন দল। তাই পাল্লেকেলেতে ৪৩৭ রান স্পর্শ করলেই বিশ্ব রেকর্ডের তালিকায় নাম তুলবেন টাইগাররা।
সর্বোচ্চ ৪১৮ রান স্পর্শ করে ম্যাচ জয়ের রেকর্ড এখনো দখলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ সালে সেন্ট জোন্সে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিততে ৪১৮ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। ৭ উইকেট হারিয়ে সেই টার্গেট স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে অবিস্মরণীয় জয় তুলে নেয় ক্যারিবীয়রা। রামনরেশ সারওয়ান ১০৫ ও শিবনারায়ন চন্দরপল ১০৪ রান করেন।
ফলে পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড দখলে নিবে বাংলাদেশ। ম্যাচটি জিততে শেষ দিন ৫ উইকেটে আরও ২৬০ রান করতে হবে।
প্রথম ইনিংসে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ২৫১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেছিলেন ওপেনার তামিম ইকবাল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]