হাসান আলীর ৯ উইকেট, জিম্বাবুয়ের ইনিংস ব্যবধারে হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ০২ মে ২০২১
হাসান আলীর ৯ উইকেট, জিম্বাবুয়ের ইনিংস ব্যবধারে হার

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ইনিংস ও ১১৬ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। বাবর আজমদের করার ৪২৬ রানের বিপরীতে জিম্বাবুয়ে দুই ইনিংস মিলে করেছে ৩১০ রান করেছে। পাকিস্তানের পক্ষে বল হাতে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করেছেন ম্যাচ সেরা হাসান আলী।

হারারেতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে। তবে নিজেদের মাঠেও সুবিধা করতে পারেনি। হাসান আলী এবং শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে মাত্র ১৭৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছিলেন রায় কাইয়া। অন্যদিকে, হাসান আলী ৫৩ রান দিয়ে এবং শাহীন শাহ আফ্রিদি ৪৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।

৫৯ দশমিক ১ ওভারে প্রথম দিনেই জিম্বাবুয়ে গুটিয়ে দিয়ে ব্যাটিং শুরু করে পাকিস্তান। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ১৭৬ রানের জবাবে ৪২৬ রান করে পাকিস্তান। ফাওয়াদ আলম ১৪০ রান করেন। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির পথে ২০টি চারের মার মারেন তিনি।

২৫০ রান পিছিয়ে থাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই থেমে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসের চেয়েও কম রানে স্বাগতিকদের আটকে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন হাসান আলী। প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে নেন ৫টি উইকেট। ১২ দশমিক ২ ওভার বল হকে মাত্র ৩৬ রান দিয়ে এ উইকেট শিকার করেন তিনি।

হাসান আলীর এমন ব্যাটিংয়ে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং ১১৬ রানের ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচ সেরা হয়েছেন বল হাতে জিম্বাবুয়ে ধসিয়ে দেওয়া হাসান আলী।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান-জিম্বাবুয়ের ম্যাচে চার অভিষেক

পাকিস্তান-জিম্বাবুয়ের ম্যাচে চার অভিষেক

ভারতীয়দের জন্য বাবর আজমের প্রার্থনা

ভারতীয়দের জন্য বাবর আজমের প্রার্থনা

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নতুন পাঁচ মুখ

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নতুন পাঁচ মুখ

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ জয়

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ জয়