পাহাড় সমান রানের চাপে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ এএম, ০২ মে ২০২১
পাহাড় সমান রানের চাপে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাহাড় সমান রান করেছে পাকিস্তান। জিম্বাবুয়ের করা প্রথম ইনিংসে ১৭৬ রানের বিপরীতে পাকিস্তান প্রথম ইনিংসে ৪২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। 

পাকিস্তানের ফাওয়াদ আলমের ১৪০ ও ইমরান বাট এর ৯১ রানের পাশাপাশি অর্ধ শতক হাঁকান আরেক ওপেনার আবেদ আলি। জিম্বাবুয়ের  মুজারাবানি ৪ উইকেট লাভ করেন। 

২৫০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে জিম্বাবুয়ে। ৩য় দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বিনা উইকেটে ৩৬ রান তুলে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাসুজা ২১ ও মুসাকান্দা ১৪ রানে অপরাজিত আছে। 

ইনিংস ব্যবধানে হার এড়াতে দায়িত্বশীল ব্যাটিংয়ের বিকল্প নেই স্বাগতিকদের জন্য। এখনও ২১৪ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে ব্যাটারদের কল্যাণে শেষ পর্যন্ত পাকিস্তানকে টার্গেট দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

এর আগে প্রথম ইনিংসে  জিম্বাবুয়েকে ১৭৬ রানে অলআউট করে  পাকিস্তান। বল হাতে পাকিস্তানের পক্ষে শাহেন শাহ আফ্রিদি এবং হাসান আলী দু’জনেই ৪টি করে উইকেট শিকার করেন। আর একটি উইকেট নেন নওমান আলী

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও নার্ভাস নাইনটিতে আউট তামিম

আবারও নার্ভাস নাইনটিতে আউট তামিম

পাঁচশ’র নিচেই শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

পাঁচশ’র নিচেই শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

ভারতে না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

ভারতে না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

আইপিএল খেলোয়াড়দের টিকা নেওয়ার সুযোগ, রয়েছে দ্বিধাও

আইপিএল খেলোয়াড়দের টিকা নেওয়ার সুযোগ, রয়েছে দ্বিধাও