স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সেশনের গিয়ে প্রথম সাফল্যের দেখা পেল সফররত বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকানো লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের সাজঘরে ফেরান এই ম্যাচে অভিষেক হওয়া শরিফুল ইসলাম। দলীয় ২০৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
প্রথম দিনের দ্বিতীয় সেশনের আগেই সেঞ্চুরি তুলে নেন প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি (২৪৪) হাঁকানো দিমুথ করুনারত্নে। ৭২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে করুনারত্নে এটি ১২তম সেঞ্চুরি।
১৭৫ বলে ১৩টি চারে ১০৬ রানে অপরাজিত থেকে বিরতিতে গিয়েছেন করুনারত্নে। বিরতি থেকে ফিরে আর বেশি দূর যেতে পারেননি তিনি।
অভিষিক্ত শরিফুল ইসলামের বলে উইকেটের পিছনে থাকা লিটন দাসে হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ১৯০ বলে ১৮৮ রানের ইনিংসে ১৫টি চার মারের করুনারত্নে।
শ্রীলঙ্কা অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে লাহিরু থিরিমান্নের সাথে ওপেনিং জুটি ভাঙেন অভিষিক্ত শরিফুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন বাঁ হাতি এ টাইগার পেসার। একই সাথে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে একমাত্র সাফল্য উইকেটের দেখা পায় বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]