টি-টোয়েন্টি সিরিজ শেষে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট লড়াইয়ে মুখোমুখি হয়েছে পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার (২৯ি এপ্রিল) থেকে শুরু হওয়া প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই দুই দলের মোট চারজনের অভিষেক হয়েছে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের একাদশে তিনজনের অভিষেক হয়েছে। তারা হলেন- রিচার্ড এনগারাভা, মিল্টন শুমবা এবং রয় কাইয়া।
অন্যদিকে, পাকিস্তান দলেও অভিষিক্ত খেলোয়াড় রয়েছে। পাকিস্তানের হয়ে মাথায় টেস্ট ক্যাপ পড়েছেন সাজিদ খান। পাকিস্তানের ২৪৪তম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্যাপ পড়লেন তিনি।
জিম্বাবুয়ে একাদশ
ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, মিল্টন শুমবা, রয় কাইয়া, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, টেন্ডাই চিসোরো, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলি, আজহার আলি, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নোমান আলি, হাসান আলি, সাজিদ খান এবং শাহিন শাহ আফ্রিদি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]