ক্যাচ মিসে শেষ প্রথম সেশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৬ এএম, ৩০ এপ্রিল ২০২১
ক্যাচ মিসে শেষ প্রথম সেশন

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে সফরকারী বাংলাদেশ। ব্যাট হাতে নেমে প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতির পর্যন্ত ২৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্ন ও লাহিরু থিরিমান্নে ৩২ রান করে অপরাজিত আছেন।

অবশ্য প্রথম সেশনেই উইকেট শিকারের আনন্দ করতে পারতো বাংলাদেশ। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের করা ২০তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ ফেলেন নাজমুল হোসেন শান্ত। এতে ২৮ রানে জীবন পান করুনারত্নে।

এ টেস্টের একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। পেসার এবাদত হোসেন চৌধুরীর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো তার। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শরিফুল।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। একই ভেন্যুতে হয়ে যাওয়া সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে।

বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাশ (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।

শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :