শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে উইকেট থেকে কোন সুবিধা পাননি বোলাররা। টানা পাঁচদিন দুইদলের বোলারদেরই হেসে-খেলে খেলেছেন ব্যাটাররা। এবার জানা গেল, পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটটি ছিল গড়পড়তা মানেরও নীচে। যার কারণে পেতে হয়েছে, একটি ডিমেরিট পয়েন্টও।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালের কাছে মনে হয়েছে পাল্লেকেলের উইকেটের মান গড়পড়তাও নীচে। ফলে আইসিসির পিচ ও আউটফিল্ড নিরীক্ষণ প্রক্রিয়া অনুযায়ী একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি জানিয়েছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শুরুর আগে ধারণা করা হয়েছিল, ক্যান্ডির পাল্লেকেলে উইকেট থেকে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তবে হয়েছে উল্টো। দুই দলের ব্যাটারদের দাপটে পাত্তাই পাননি বোলাররা।
ড্র হওয়া পাঁচদিনের ম্যাচে সবমিলে উইকেট পড়েছে ১৭টি। তবে ব্যাট হাতে তিন সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করেছেন ব্যাটাররা।
বিবৃতিতে ম্যাচ রেফারি মাধুগালে বলেছেন, ‘পাঁচদিনে উইকেটের চরিত্র সামান্য বদলেছে। খেলা এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় ব্যাট এবং বলের ভারসাম্যে কোনো পরিবর্তনই দেখা যায়নি। পুরো ম্যাচজুড়ে উইকেট ব্যাটিং সহায়ক ছিল।'
‘এমন উইকেটের ফল হিসেবে মাচে রান হয়েছে ১২৮৯, উইকেট গেছে ১৭টি। প্রতি উইকেটে গড়ে ৭৫.৮২ রান হয়েছে, যা খুবই বেশি।’
‘আইসিসির নিয়ম অনুযায়ী এমন উইকেটকে আমি গড়পড়তা মানের নীচের উইকেট হিসেবে চিহ্নিত করছি।’ বলেন তিনি। গড়পড়তা মানের নীচের উইকেট হওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট গুণতে হয়েছে।
এদিকে, একই উইকেটে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টে পাল্টে যাবে উইকেটে চিত্র। ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে পারেন বোলাররা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]