স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে কোন পরিবর্তন আনেনি বিসিবি। প্রথম টেস্টের ১৫ সদস্যের দলকেই বলবৎ রাখা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাল্লাকেলে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে বৃহস্পতিবার (২৯ এপ্রিল)।
প্রথম টেস্টের দলে একটি দিয়েছিলেন নির্বাচকরা। তরুণ পেসার শরিফুল ইসলামকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছিল।যদিও তাকে মূল একাদশে রাখা হয়নি।
একই মাঠে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত। প্রথম টেস্টের উইকেট ব্যাটিং বান্ধব হলেও ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টে পাল্টে যাবে উইকেটের ধরন। উইকেট হতে পারে স্পিন বান্ধব। তবে বাংলাদেশ দলের মূল বোলিং শক্তি স্পিন থাকায় একই দল রাখা হয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২১ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ। প্রথম টেস্টের চূড়ান্ত দল থেকে বাদ পড়া ৬ জন এবার দ্বিতীয় টেস্টেও জায়গা পেল না। জায়গা না পাওয়া ছয়জন হলেন- শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, নাঈম হাসান এবং সৈয়দ খালেদ আহমেদ।
প্রথম টেস্টে ৬ স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং ৫ বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। বোলাররা ব্যর্থ হলেও ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সে প্রথম টেস্ট ড্র হয়েছে।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]