এক বছর ড্র করুক, একসময় জেতা শিখবো : সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৭ এপ্রিল ২০২১
এক বছর ড্র করুক, একসময় জেতা শিখবো : সুজন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান খুব ভালো নয়। ১২২ টেস্টের মধ্যে ড্র এবং জয় মিলে যে সংখ্যা, পরাজয়ের সংখ্যা প্রায় তার তিনগুণ। তবে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে আশা জাগিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। দলের এ অবস্থায় সফরে থাকা বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ সুজন মনে করেন, হার নয়, বাংলাদেশ দল প্রয়োজনে এক বছর ড্র করুক। এক সময় জয়ে ফিরবে বাংলাদেশ।

তিনি বলেন, ‌‘আমরা যদি এভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, প্রায় একটা বছর যদি আমরা ড্র করতে পারি এ রকম। ভালো ক্রিকেট খেলতে পারি, ব্যাটাররা দায়িত্ব নিতে পারে, একটা সময় আসবে যখন আমরা টেস্ট ম্যাচ জেতা শিখবো। ধারাবাহিকভাবে ম্যাচ জেতা শিখবো। ধারাবাহিকতা আমাদের জন্য জরুরি।’

২০১৭ সালের সেপ্টেম্বরের পর পাল্লেকেলে প্রথম টেস্টের আগ পর্যন্ত দেশের বাইরে ১৭ ইনিংসে বাংলাদেশ কেবল একবার আড়াইশ রান ছাড়িয়ে যেতে পারছে। তবে পাল্লেকেলে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান (ডি) তুলে বাংলাদেশ। তবে এক ইনিংসে ভালো করায় এখন তৃপ্তি পেতে রাজি নন খালেদ মাহমুদ।

বলেন, ‘এক ইনিংস দেখে মূল্যায়ন করাটা ঠিক হবে না। আমি বিশ্বাস করি যে, ছেলেরা ব্যাটিংয়ের এ ধারাবাহিকতা ধরে রাখবে।ছেলেরা এখান থেকে ধারাবাহিকভাবে ভালো খেলবে। আগামী ম্যাচ আছে এখানে, সামনে জিম্বাবুয়ে যাবো (জুন মাসে), আমরা যেন উপযুক্ত টেস্ট দল হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি। এ ছেলেরা যেন গড়ে উঠতে পারে। আমার বিশ্বাস এ দলটি বহুদূর যাবে।’

প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৪১ রান করে ইনিংস ঘোষণার সময় জয়ের আশা করেছিলেন সুজন। তবে তা আর হয়নি। বোলাররা ভালো বল করলেও উইকেট শিকার করতে না পারায়ে শেষ পর্যন্ত ড্র হয়েছে ম্যাচটি। তবে ব্যাটারদের পর বোলারদের প্রতিও সন্তুষ্ট সুজন।

বলেন, ‘তামিম, শান্ত, মমিনুল, মুশফিক দুর্দান্ত ব্যাটিং করেছে। তামিম দুই ইনিংসের খুব ভালো খেলেছে। শান্ত দারুণ একটি ইনিংস খেলেছে, মমিনুল দেশের বাইরে প্রথমবারের মতো সেঞ্চুরি করেছে। মুশফিকও ভালো করেছে। আমি বলবো, ব্যাটারদের পাশাপাশি বোলারাও বেশ পরিশ্রম করেছে। বিশেষ করে তাসকিন খুব ভালো বল করেছে।’

তিনি আরও বলেন, ‘বোলাররা ভালো বল করলেও আসলে উইকেট সহায়ক না হওয়ায় তারা উইকেট পায়নি। শ্রীলঙ্কারও এমন উইকেট আশা করেনি। আমার ধারণা, আগামী ম্যাচে এমন উইকেট থাকবে না।’

বাংলাদেশ এখন পর্যন্ত ১২২ টেস্ট খেলেছে। তার মধ্যে ১৭টি ড্র এবং ১৪টি জয় পেয়েছে। বাকি ৯১ ম্যাচেই হারের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে। এছাড়া ২০১৭ সালের সেপ্টেম্বরের দেশের বাইরে টানা ৯ টেস্ট হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করতে পেরেছে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

টেস্টে বিরল রেকর্ড তামিমের, যা সৃষ্টি হয়েছিল ১৩১ বছর আগে

টেস্টে বিরল রেকর্ড তামিমের, যা সৃষ্টি হয়েছিল ১৩১ বছর আগে

ড্রয়ে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার পাঁচদিনের লড়াই

ড্রয়ে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার পাঁচদিনের লড়াই

‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ’

‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ’