আইসিসির নিয়মানুযায়ী টেস্ট খেলার অনুমতি রয়েছে ১২টি দেশের। তবে টেস্ট চ্যাম্পিয়নশীপ খেলতে পারে ৯টি দেশ। ফলে তলানিতে তাকা দলগুলোর টেস্ট খেলার সুযোগ অনেকটাই সীমিত। নিচের সারির দলগুলোর কথা চিন্তা করে টেস্ট ক্রিকেটে ‘দ্বিতীয় বিভাগ’ চালু করার পরিকল্পনা করছে আইসিসি।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে শেষ তিন দল হলো- জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। তাদের পাশাপাশি নেদারল্যান্ড, স্কটল্যান্ডের মতো সহযোগী দলগুলোও ‘দ্বিতীয় বিভাগ’ টেস্টে অংশ নিতে পারবে।
তবে টেস্ট চ্যাম্পিয়নশীপের তলানির দলগুলো অবনমন হবে কি-না এবং দ্বিতীয় বিভাগ থেকে কোনো দল উত্তীর্ণ হবে কি-না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি।
টেস্ট ক্রিকেটে ‘দ্বিতীয় বিভাগ’ চালুর পরিকল্পনা মূলত ২০২৩-২০৩১ সালকে ঘিরে। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পর থেকে মূলত নিচের সারির দলগুলোর টেস্ট ম্যাচ ব্যাপকভাবে কমে যাওয়ায় সম্প্রতি আইসিসির রুটিন মিটিংয়ে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব দেওয়া হলেও বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। যা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও সময় লাগবে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]