চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৩২২ রানে করে চতুর্থ দিন শেষ করেছিল অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং ধনাঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশি বোলারদের বিপক্ষে হেসে-খেলে ব্যাট চালিয়ে ১৪ বছরের রেকর্ড গড়েছিল তারা। অবশেষে সেই জুটির ভাঙন ধরালো বাংলাদেশ। শুধু ভাঙন নয়, শেষ দিনের সাত-সকালেই করুনারত্নে ও ধনাঞ্জয়া দু‘জনকেই সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ।
৩ উইকেটে ৫১২ রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিনের পঞ্চম ওভারেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। বল হাতে দিনের পঞ্চম ওভারে চতুর্থ বলে ধনাঞ্জয়া ফেরান তাসকিন। এরপর নিজের পরের ওভারেই করুনারত্নে ফেরান টাইগার পেসার তাসিকন।
তাসকিনের বলে ব্যক্তিগত ১৬৬ রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ধনাঞ্জয়া। ফলে দীর্ঘ অপেক্ষার ভাঙে করুনারত্নে ও ধনাঞ্জয়ার ৩৪৫ রানের রেকর্ড জুটি। ৫৩৫ রানে শ্রীলঙ্কার চতুর্থ উইকেট তুলে নেওয়ার পর নিজের পরের ওভারে আবারও আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার আরেক বিধ্বংসী ব্যাটার করুনারত্নে।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫৪১ রানের বিপরীতে লিড নিয়েই সাজঘরে ফিরেন করুনারত্নে। দলীয় ৫৪৪ রানে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। তাসকিনের বলে করুনারত্নেকে ক্যাচবন্দি করেন নাজমুল হোসেন শান্ত।
২৯১ বল খেলে ১৬৬ রান করেন ধনাঞ্জয়া। তার এ ইনিংসে ২২টি চারের মার থাকলেও ছিল না কোনো ছক্কার মার। এছাড়া অন্যপ্রান্তের টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকানো করুনারত্নে থামেন ব্যক্তিগত ২৪৪ রানে। ৪৩৭ বলের তার এ ইনিংসে ২৬টি চারের মার ছিল।
চতুর্থ দিন (শনিবার, ২৪ এপ্রিল) শেষে করুনাত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত ছিলেন। দিনের ৭৬ ওভার বল করে ২৮৩ রান দিলেও উইকেট শূন্য ছিল বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]