পাল্লেকেলে চতুর্থ দিন দ্রুত উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে সেটি আর হয়নি। উল্টো লাঞ্চ বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ফলো-অন এড়ানোর পথে স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারাত্নের সেঞ্চুরি এবং ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে ৩৩১ রান তুলে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
শনিবার (২৪ এপ্রিল) লাঞ্চ বিরতির আগে ৩১ ওভার ব্যাট করে ১০২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ৩৩১ রান নিয়ে ফলো-অন এড়ানো থেকে মাত্র ১০ রান দূরে রয়েছে তারা।
বাংলাদেশের বোলারদের দেখেশুনে খেলে ৮৫ রানে অপরাজিত থাকা করুনারত্নে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। লাঞ্চে যাওয়ার আগে তার সংগ্রহে রয়েছে ১৩৯ রান। ২৯০ বল মোকাবেলা করে ১৪টি চারের মারে এ রান করেছেন তিনি।
অধিনায়ক করুনারত্নের সাথে যোগ্য সঙ্গী ধনাঞ্জয়া ২৬ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে ৭৪ রানে অপাজিত রয়েছেন। ১৩৭ বলের তার এ ইনিয়সে এখন পর্যন্ত ৯টি চারের মার রয়েছে।
তৃতীয় দিন ৭৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। চতুর্থ দিনে অপরাজিত দুই ব্যাটসম্যান করুনারাত্নে এবং ধনঞ্জয়কে সাজঘরে ফেরানোর তেমন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]