বাংলাদেশের ৫৪১ রানের বিপরীতে ব্যাট হাতে বেশ ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ১১৪ রানের পার্টনারশীপ গড়েছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমান্নে। দ্বিতীয় সেশনের চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের একমাত্র অর্জন থিরিমান্নের উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারী বাংলাদেশ। যা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। আর সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের।
বাংলাদেশের ইনিংস শেষে দিনের দ্বিতীয় সেশন থেকে নিজেদের ব্যাটিং শুরু করে স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর ৮ ওভারে বিনা উইকেটে ১১ রান করে মধ্যাহ্ন-বিরতিতে যায় লঙ্কানরা। মধ্যাহ্ন-বিরতি থেকে ফিরে বাংলাদেশি বোলারদের বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন দুই লঙ্কান ওপেনার।
নিজেদের ইনিংসের ৩৯তম ওভারে শেষ বলে প্রথম উইকেট হারায় তারা। মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে টেস্ট ক্যারিয়ারের দশম অর্ধশত হাঁকান লাহিরু থিরিমান্নে। ১২৫ বল মোকাবেলা ৮টি চারের মারে ৫৮ রান করে ফিরেন তিনি।
লাহিরু থিরিমান্নে ফিরলেও অন্যপ্রান্তে ৪৩ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। নতুন ব্যাটসম্যান হিসেবে তার সঙ্গী হয়েছেন ওশাদা ফার্নান্দো।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) শেষে ৪ উইকেটে ৪৭৪ রান করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন (শুক্রবার) লিটন ৫০ রানে আউট হলেও ইনিংস ঘোষণার আগ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক।
এছাড়া অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত ছিলেন তাসকিন আহমেদ। এর আগে মেহেদী হাসান মিরাজ ৩ ও তাইজুল ইসলাম ২ রান করে আউট হন।
দ্বিতীয় দিন নাজমুল হোসেন শান্ত ১৬৩, অধিনায়ক মমিনুল হক ১২৭ রান করে থামেন। প্রথম দিন উইকেট পতনের তালিকায় নাম তুলেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল (৯০) এবং সাইফ হাসান (০)।
অন্যদিকে, শ্রীলঙ্কার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো ৯৬ রানে ৪ উইকেট শিকার করেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]