স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ। আলোকস্বল্পতায় বৃহস্পতিবার ২৫ ওভার খেলা কম হওয়ায় বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪৭৪ রান। ব্যাট হাতে মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রানে অপরাজিত রয়েছেন।
আলোকস্বল্পতা না থেকে দিনের পুরো খেলা মাঠে গড়ালে হয়তো আজই ইনিংস ঘোষণা করতো বাংলাদেশ। বা তৃতীয় দিন আর ব্যাট হাতে মাঠে নামতেন না মুশফিকরা। টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর কথায় সেটিই মনে হলো। এখন ডোমিঙ্গো চান, তৃতীয় দিন সকালেই বেশ কিছু রান। যেন ইনিংস ঘোষণা করলেও শ্রীলঙ্কাকে আরও বড় রানের সামনে ফেলা যেতে পারে।
দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন ডমিঙ্গো। সেখানেই প্রশ্ন আসে ঠিক কত রান হলো ইনিংস ঘোষনা করবে বাংলাদেশ।
ডোমিঙ্গা বলেন, ‘কত রানে ইনিংস ঘোষণা করতে চাই, এটা ঠিক করতে রাতে আমরা আলোচনা করবো। তবে কাল (শুক্রবার) সকালে আমাদের দ্রুত কিছু রান লাগবে। যদি ৫২০ রানের আশেপাশে যেতে পারি, তাহলে আমরা শ্রীলঙ্কাকে চাপে ফেলার সুযোগ পাবো।’
প্রতিপক্ষের বানানো উইকেটে ভালো ব্যাট করছে বাংলাদেশ। দুইদিনে মাত্র চারটি উইকেট হারিয়েছে টাইগাররা। সেক্ষেত্রে শুক্রবার সকালেই ইনিং ঘোষণা করলে বাকি তিনদিনে বাংলাদেশের বোলারদের কতটুকু সম্ভাবনা রয়েছে লঙ্কানদের ২০টি উইকেট তুলে নেওয়ায়।
এ বিষয়ে টাইগারদের কোচ বলেন, ‘এটা সেই উইকেট নয়, যেখানে ৪০-৫০ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়া যাবে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং চাপ বাড়াতে হবে। ধারাবাহিকভাবে ভালো জায়গায় বোলিং করে যেতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে। এটাই মূল কথা। টেস্টে ২০ উইকেট নেওয়া সহজ নয়।’
উইকেট সম্পর্কে তিনি বলেন, ‘উইকেট খুব ভালো মনে হচ্ছে। তবে এখানে খুবই গরম, আশা করি স্পিনাররা এটা কাজে লাগাতে পারবে। প্রতিপক্ষের বড় স্কোরের পর ব্যাটিং করতে নামলে একটু ক্লান্তি থাকেই। স্কোর বোর্ডও একটা চাপ।’
দেশের মাটিতে সাধারণ স্পিন বোলার নিয়ে খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে পেসার নিয়ে খেলছেন বাংলাদেশ। নিজের বোলার নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘শ্রীলঙ্কার উঁচু মানের কয়েকজন খেলোয়াড় আছে। তবে আমাদেরও খুব ভালো বোলিং আক্রমণ আছে। তিনজন ভিন্ন ধরনের পেসার আছে, একজন করে অফ ও বাঁহাতি স্পিনার আছে।’
‘বোলিং আক্রমণে বেশ বৈচিত্র আছে। কাল (শুক্রবার) ছেলেদের মাঠে দেখতে আমি মুখিয়ে আছি। ওরা অনেক টেস্ট খেলে না, তাই কী করতে পারে সেটা দেখাতে ওরা অধীর হয়ে আছে। আমরা জানি, আগামী কয়েক দিন আমাদের সামনে কঠিন কাজ অপেক্ষা করছে। তবে সে জন্য আমরা তৈরি। ধৈর্য ধরতে হবে এবং ব্যাটিং সহায়ক পিচে উইকেট নেওয়ার পথ বের করতে হবে’ -যোগ করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]