দেশের বাইরে মমিনুলের প্রথম সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ এএম, ২৩ এপ্রিল ২০২১
দেশের বাইরে মমিনুলের প্রথম সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম দিন নাজমুল হোসেন শান্তর পর দ্বিতীয় দিন সেঞ্চুরির দেখা পেলেন অধিনায়ক মমিনুল হক। টেস্টে বিদেশের মাটিতে মমিনুলের এটাই প্রথম সেঞ্চুরি এবং ক্যারিয়ারের ১১তম।

শান্ত-মমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেটে ৩০২ রানে প্রথম দিন শেষে করেছিল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর প্রথম দিন শেষে ১২৬ রানে অপরাজিত ছিলেন শান্ত। অন্যপ্রান্তে ব্যাট হাতে ৬৪ রানে অপরাজিত ছিলেন মমিনুল হক।

তামিম ইকবালের ৯০ রানের ইনিংসের পর শান্ত-মমিনুলের ১৪৪ রানের পার্টনারশিপে প্রথম দিনের পুরোটা সময় চালকের আসনে ছিল বাংলাদেশ। প্রথম দিনের ভালোর দিকটা দ্বিতীয়ও দিন ধরে রেখেছে তারা দু’জন।

সকালে ব্যাট করতে নেমে ৬৪ রানে পরাজিত থাকা বাংলাদেশের টেস্ট অধিনায়ক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। শুধু তাই নয়, দেশের বাইরে মমিনুলের এটিই প্রথম টেস্ট সেঞ্চুরি। এর আগের ১০টি সেঞ্চুরিই ছিল দেশের মাটিতে।

২২৫ বল খেলে এ সেঞ্চুরি (১০১) পূরণ করে মমিনুল হক। এর মধ্যে কোনো ছক্কার মার না থাকলেও ৯টি চারের মার ছিল।

মমিনলের পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন নাজমুল হোসেন শান্তও। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পর দেড়শ ছাড়িয়ে গেছেন। ৩৪৪ বলে দেড়শ (১৫৩) পূরণ করেন তিনি। তার এ রানে ১৬টি চারের মারের পাশাপাশি একটি ছক্কাও রয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ দল : ২১ থেকে ১৫, একমাত্র চমক শরিফুল

বাংলাদেশ দল : ২১ থেকে ১৫, একমাত্র চমক শরিফুল

দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন : মমিনুল

দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন : মমিনুল

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

দুইদিনের ম্যাচে পুরোপুরি প্রস্তুতির আশা নান্নুর

দুইদিনের ম্যাচে পুরোপুরি প্রস্তুতির আশা নান্নুর