প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ এএম, ২২ এপ্রিল ২০২১
প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনটা বাংলাদেশেরই ।  শান্ত-তামিম-মমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে নির্ধারিত ৯০ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৩০২ রান করে বাংলাদেশ। 

দিনের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের, দলীয় ৮ রানে সাইফ সাইফ হাসান রানের খাতা না খুলেই ফিরে যান প্যাভিলিয়নে। ফেরনান্দোর বলে এলবিডব্লিউর শিকার হন তিনি।

এরপরের গল্পটা শুধু ই বাংলাদেশের। সাইফের  বিদায়ের পর দলের হাল ধরেন তামিম ও শান্ত। দুইজনের ১৪৪ রানের পার্টনারশিপে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠে বাংলাদেশ। ব্যক্তিগত ৯০ রানে তামিম  ফেরনান্দোর শিকার হয়ে শতক হাঁকানোর সুযোগ হাতছাড়া করেন। তামিম না পারলেও শান্ত নিজের সুযোগ হাতছাড়া করেননি। দুর্দান্ত ব্যাটিং করে নিজের ক্যারিয়ারের প্রথম শতক করেন তিনি। দিন শেষে শান্ত অপরাজিত থাকে ১২৬ রানে। 

এদিকে , ব্যাট হাতে সফল ছিলেন মমিনুল হকও। তামিমের আউটের পর ক্রিজে নেমে শান্তর সাথে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলেন তিনি। দিন শেষে ১৫০ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার হয়ে দুইটি উইকেটই শিকার করেন ফেরনান্দো। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট-রক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসেন।

 শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আরও একটি  রেকর্ডের সামনে বাবর

আরও একটি রেকর্ডের সামনে বাবর

জরিমানার কবলে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা

জরিমানার কবলে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা

ফুটবল ‘বাঁচাতেই’ ইউরোপিয়ান সুপার লিগ

ফুটবল ‘বাঁচাতেই’ ইউরোপিয়ান সুপার লিগ

মধ্যবর্তী দলবদলে চমক দেখালো ব্রাদার্স ও আরামবাগ

মধ্যবর্তী দলবদলে চমক দেখালো ব্রাদার্স ও আরামবাগ