জাতীয় দলের হয়ে সাদা জার্সিতে অভিষেকের নিকটে দাঁড়িয়ে তরুণ বা হাতি পেসার শরিফুল ইসলাম। পঞ্চগড়ের এ তরুণ সদ্য ঘোষিত টেস্ট দলের নতুন মুখ। মাত্র ১৯ বছর বয়সেই জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ৬ ফিট ৩ ইঞ্চি লম্বা শরিফুল। এখন অপেক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একাদশে যাওয়া পেয়ে স্বপ্ন পূরণের।
দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা শরিফুলের। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন ৩ ম্যাচ। তবে পারফরম্যান্স ছিল দলের বাকিদের মতোই সাদামাটা। প্রথম ম্যাচে ৫০ রানের বিশাল খরুচে বোলিং করেছিলেন শরিফুল। তবে পরের দুই ম্যাচে বল হাতে যথাক্রমে ১৬ ও ২১ দিয়ে দুই ম্যাচে শিকার করেছিলেন ২টি উইকেট।
ঘরোয়া ক্রিকেটে ফার্স্ট ক্লাস ম্যাচও খুব বেশি খেলেননি তিনি। ৮ ম্যাচে খেলে শরিফুল উইকেট নিয়েছেন মোট ২২টি। ৮ ম্যাচে অবশ্য বোলিং করতে পেরেছেন ১১ ইনিংসে। তবে এক ম্যাচে ৫৪ রানে ৭ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে এ তরুণ ক্রিকেটারের।
২ দশমিক ৯৮ ইকোনমিতে শরিফুল এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বল করেছেন ১ হাজরেরও কম। তার মোট বল সংখ্যা ৯৯৬।
টেস্ট ক্রিকেটের মতো লিস্ট এ ক্রিকেটেও সন্তোষজনক পারফরম্যান্স রয়েছে শরিফুলের। ২৭ ম্যাচ খেলে ৪৭ উইকেট শিকার তার। ৫ দশমিক ৪৪ ইকোনমিতে তার সেরা বোলিং ফিগার ৫০ রানে ৪ উইকেট।
তবে ঘরোয়া টি-টোয়েন্টিতে খুবই খরুচে শরিফুল বলাই যায়। ৯ দশমিক ৪৯ ইকোনমিতে ২৫ টি-টোয়েন্টি ম্যাচে শরিফুলের শিকার ২৫ উইকেট।
অতীতের বাজে পারফরম্যান্স ভুলে সামনে নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত করবে শরিফুল এটাই ক্রিকেট ভক্তদের চাওয়া। ইকোনমির পাশাপাশি বল ভ্যারিয়েশন নিয়েও কাজ করে নিজেকে করবে আরও শাণিত।
জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচে সুযোগ পেলে দলের হয়ে দারুণ কিছু করে অভিষেক স্মরণীয় করে রাখুক শরিফুল, এটাই ভক্তদের প্রত্যাশা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]