স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে নিজেদের মধ্যে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে মমিনুল-তামিমরা। নিজেদের মধ্যে অনুষ্ঠিত এ প্রস্তুতি ম্যাচে প্রথম দিনেই রান পেয়েছেন তামিম-মুশফিকরা। সফরে দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর আশা, দুইদিনের প্র্যাকটিস ম্যাচ থেকে টেস্টের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তভুক্ত এই দুই ম্যাচের টেস্ট খেলতে গত সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে তিনদিনের বাধ্যতামূলক ঘরবন্দি কোয়ারেন্টিইন শেষে বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ এপ্রিল) নিজেদের মধ্যে অনুশীলন করেছে টাইগাররা।
অনুশীলন শেষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের (বুধবার, ২১ এপ্রিল) আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলোদেশ ক্রিকেট দল। শনিবার (১৭ এপ্রিল) ছিল প্রস্তুতি ম্যাচের প্রথম দিন।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ম্যাচটি ভ্যারি ইম্পোর্টেন্ট ছিল। কারণ, শ্রীলঙ্কা আসার পর প্র্যাকটিস ম্যাচের যে আয়োজন তা পুরোপুরি ব্যবহার করতে পেরেছি। এবং আমাদের খেলোয়াড়রা দুইদিন অনুশীলন শেষে এই ম্যাচ প্র্যাকটিসটা (প্রস্তুতি ম্যাচ) পেয়েছে। এটা আমাদের জন্য যথেষ্ট উপকৃত হবে। স্পেশিয়ালি এখানে আবহাওয়া এবং সবকিছুর সাথে মানিয়ে নিতে।’
নিজেদের মধ্যে লাল এবং সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কোন উইকেট না হারিয়ে ৩১৪ রান করেছে লাল দল। ব্যাট হাতে লাল দলের ওপেনার তামিম ইকবাল ৬৩ (স্বেচ্ছায় বিশ্রাম), সাইফ ৫২ (স্বেচ্ছায় বিশ্রাম), নাজমুল হোসন শান্ত ৫৩* এবং মুশফিকুর রহিম ২৯* রান করেছেন।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে প্রধান নির্বাচক বলেন, ‘দুইদিনের ম্যাচে (প্রস্তুতি ম্যাচ) খেলোয়াড়রা যথেষ্ট ইউজটু হবে বলে আশা করি, শ্রীলঙ্কার ওয়েদার এবং উইকেটে সাথে। যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে। টপ অর্ডাররা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। বোলারাও যথেষ্ট চেষ্টা করেছে বলের লাইন এবং লেন্থে বল করেছে। ওভারঅল আমি বলবো, ভ্যারি গুড প্র্যাকটিস ম্যাচ। এবং আমি আশা করি আরও একদিন খেলা (প্রস্তুতি ম্যাচ) আছে। এ ম্যাচে আমরা পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো টেস্ট খেলার জন্য।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই, খেলোয়াড়রা যথেষ্ট ভালো খেলেছে। শুরু থেকেই উইকেটের যে কন্ডিশন ছিল, প্রথম ঘণ্টায় বেশ কঠিন ছিল। তারপরও আমাদের ওপেনাররা যথেষ্ট, বিশেষ করে তামিম, সাইফ এরা ভালো ব্যাটিং করেছে, শান্ত-মুশফিকও ভালো ব্যাটিং করেছে। বোলাররাও হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে, লাইন অ্যান্ড লেন্থে বল করার জন্য। তো আমার বিশ্বাস এ প্র্যাকটিস থেকে আমরা যথেষ্ট ভালো কিছু পেয়েছি এবং আগামী দিন (রোবাবর) প্র্যাকটিস ম্যাচ শেষে টেস্টের জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবো।’
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটসম্যানরা ভালো ব্যাট করলেও কোন উইকেট শিকার করতে পারেননি সবুজ দলের বোলাররা। তবে মিনহাজুল আবেদীন নান্নুর মতে বোলাররাও যথেষ্ট ভালো খেলেছন।
মিনহাজুল আবেদীন বলেন, ‘প্র্যাকটিস ম্যাচে বোলারদের জন্য খুবই হার্ড একটা সেশন গেছে। কারণ, উইকেটের যে কন্ডিশন, বাউন্স যথেষ্ট ভালো এবং যেহেতু এটা ফ্ল্যাট উইকেটের মতো। হয়তো টেস্ট ম্যাচেও এমন উইকেট আসতে পারে।এ গরমে কন্ডিনিউ ঠিক জায়গায় বল করা খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিসের জন্য আরেকটা দিন আছে, আমার বিশ্বাস যে বোলাররা তাড়াতাড়ি এটাতে ইউজটু হতে পারবে এবং এটা আমাদের টেস্ট ক্রিকেটের জন্য যথেষ্ট কাজে লাগবে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]