আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৬ এপ্রিল ২০২১
আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। দারুণ ফর্মে থাকা মোহাম্মদ সাইফ হাসানও সফরে থাকা ২১ সদস্যের স্কোয়াডে আছেন। একাদশে সুযোগ পেলে ‘নানা বাড়ির মামা’দের সাথে করতে চান ব্যাটে-বলের লড়াই। নিজেকে প্রমাণে মুখিয়ে আছেন তিনি।

সাইফ হাসান বলে, ‘কনফিডেন্স খুব ভালো আছে। যদি সুযোগ পাই, ইনশা-আল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো।’ শুধু তাই নয়, শ্রীলঙ্কার উইকেটে যে সেট হতে পারবে তাকেই বড় রান করার চেষ্টা করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নিজেদের মধ্যে প্রথমবারের মতো নিজেদের মধ্যে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সাইফ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব ভালো প্রিপারেশন চলছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম খুব ভালো প্র্যাকটিস চলছিল। আয়ারল্যান্ড টিমের সাথে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি, ওখানেও ভালো সিরিজ হয়েছে আমাদের।’

‘এখানে (শ্রীলঙ্কা) আসার আগে এনসিএলটাও খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমাদের জন্য। সো, সব মিলিয়ে খুব ভালো একটা প্রিপারেশন ছিল। আশা করি, ওই পারফরম্যান্সগুলো এখানে (শ্রীলঙ্কা) কাজে লাগবে।’

শ্রীলঙ্কার সাথে সাইফ হাসানের অন্যরকম সম্পর্ক আছে। বাবা বাংলৈাদেশি হলেও তরুণ এ টাইগার ক্রিকেটারের নানা বাড়ি শ্রীলঙ্কায়। যদিও সাইফের মা এখন বাংলাদেশেই থাকেন। অর্থাৎ, একাদশে সুযোগ পেলে নানাবাড়ির মামাদের বিপক্ষে খেলতে হবে তাকে।

জাতীয় লিগ ছাড়াও ইমার্জিং দলে ব্যাট হাতে বেশ রান পেয়েছেন সাইফ হাসান। ফলে ফিরে পেয়েছেন আত্মবিশ্বাসও। তিনি বলেন, ‘রান করলে অবশ্যই অনেক কনফিডেন্স থাকে। আর আমার মনে হয়, ব্যাটি এবং ফিটনেস প্রিপারেশনটা খুব ভালো ছিল।’

‘যদিও ম্যাচ খেলি নাই (জাতীয় দলে), কিন্তু ন্যাশনাল টিমের সাথে যতদিন ছিলাম ভালো প্র্যাকটিস সেশন ছিল, ব্যাটিং-ফিটনেস। আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো, কনফিডেন্সও খুব ভালো আছে, যদি সুযোগ পাই ইনশা-আল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো।’

শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো সেখানবার আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া। সাইফও সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন। বলেন, ‘আমাদের সামনে যে প্রস্তুতি ম্যাচ আছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটাই একমাত্র চান্স এখানে আবহাওয়ার সাথে আমাদের মানিয়ে নেওয়ার। এছাড়া উইকেট কেমন হতে পারে, প্রস্তুতি ম্যাচেই এটা আমাদের বুঝতে হবে। সো, ম্যাচ এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

দলের ব্যাটসম্যানদের উদ্দেশ্যে সাইফ বার্তাও দিয়েছেন। জানিয়ে দিয়েছেন মামার দেশের জয় পেতে হলে কী করতে হবে। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা যারাই সুযোগ পাবেন, যারাই সেট হবেন তাদেরকেই বড় (স্কোর) করতে হবে। তাহলে, একটা স্কোর যদি পাই (বড় স্কোর), ইনশা-আল্লাহ টিমের জন্য ভালো হবে।’

২১ এপ্রিল (বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নিজেদের মধ্যে ভাগ হবে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রস্তুতি ম্যাচের পর ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে প্রথম ম্যাচের জন্য সংক্ষিপ্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম দিনই সাইফের সেঞ্চুরি

প্রথম দিনই সাইফের সেঞ্চুরি

স্বপ্ন পূরণের পর সাইফের দৃষ্টি এখন সাফল্যে

স্বপ্ন পূরণের পর সাইফের দৃষ্টি এখন সাফল্যে

বিশ বছরে এক জয়, তবুও আশার বাণী

বিশ বছরে এক জয়, তবুও আশার বাণী

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে : মমিনুল

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে : মমিনুল