নিরাপদে শ্রীলঙ্কা পৌঁছালো বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ এএম, ১৩ এপ্রিল ২০২১
নিরাপদে শ্রীলঙ্কা পৌঁছালো বাংলাদেশ দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা গিয়ে পৌঁছেছে সফরকারী বাংলাদেশ দল। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২ টায় একটি চাটার্ড ফ্লাইটে দলের সকল খেলোয়াড় সহ ৪১ জন শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৩টায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছায়। 

আপাতত বাংলাদেশ দল বাধ্যতামূলক তিনদিনের কোয়ারেন্টাইন কাটাবে নেগোম্বোতে। হোটেলে পৌছার পরই বাংলাদেশের সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। 

কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আগামী ১৫-১৬ই এপ্রিল কোয়ারেন্টাইন অনুশীলন করবে দল, এরপর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করেই মূল দল ঘোষণা করা হবে। 

সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২১ এপ্রিল এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৯ এপ্রিল। সফর শেষ করে ৪মে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা

সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা

কলকাতা-হায়দরাবাদ ম্যাচে যত রেকর্ড 

কলকাতা-হায়দরাবাদ ম্যাচে যত রেকর্ড 

দক্ষিণ আফ্রিকার দুর্দশা কাটছে না, এবার আইসিসির জরিমানা

দক্ষিণ আফ্রিকার দুর্দশা কাটছে না, এবার আইসিসির জরিমানা

বিশ বছরে এক জয়, তবুও আশার বাণী

বিশ বছরে এক জয়, তবুও আশার বাণী