নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার শ্রীলঙ্কা সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মমিনুল-মুশফিকরা।
শ্রীলঙ্কা সফরের আগে দেশের মাটিতে আনুষ্ঠানিকভাবে মাত্র একদিনের অনুশীলন করেছেন স্কোয়াডে থাকা ২১ ক্রিকেটার। এছাড়া আইপিএল খেলার জন্য এ সফরে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে দেশ ছাড়ার পূর্বে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক জানিয়েছেন, সাকিব ছাড়াও দলে যারা রয়েছে তাদের নিয়েও ভালো খেলা সম্ভব।
শুধু অধিনায়কের মুখে নয়, শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ত্যাগের আগে বিমানবন্দরে দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনও আশার বাণী শুনিয়ে গেছেন। শ্রীলঙ্কাকে সমীহ করলেও জয়ের জন্যই বাংলাদেশ দল খেলবে বলে জানিয়েছেন তিনি।
তবে, রেকর্ড বা পরিসংখ্যান কোনোটাই অধিনায়ক-টিম লিডারের কথার সাথে মিল নেই! পরিসংখ্যান বলছে, গত ২০ বছরে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি। প্রাপ্তি বলতে কেবল মাত্র ১টি ম্যাচ জয়! সেটিও আবার চার বছর আগে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট খেলে ২০০১ সালে। সেপ্টেম্বরের ৬-৮ তারিখে কলম্বোতে অনুষ্ঠিত ওই ম্যাচে ইনিংস এবং ১৩৭ রানের ব্যবধানে হেরেছিল নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।
পরের বছর, অর্থাৎ ২০০২ সালে জুনে আবার শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। ওই সফরে স্বাগতিক শ্রীলঙ্কা বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন বাংলাদেশ।
সময়ের ব্যবধানে ৩ বছর পর ২০০৫ সালে আবারও শ্রীলঙ্কায় সফর করে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। ৩ বছর পার হলেও ফলাফলে আসেনি কোন ভিন্নতা। সিরিজে ২-০ ব্যবধানে আবারও হোয়াইটওয়াশের স্বাদ নিয়ে দেশে ফিরে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কার মাটিতে তিনবার টেস্ট সিরিজ খেলার পর ২০০৬ সালে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখে শ্রীলঙ্কা। চট্টগ্রামে প্রথম টেস্ট মোহাম্মদ আশরাফুল ম্যাচ সেরা খেলোয়াড় হলে দল হাতে ৮ উইকেটে। চট্টগ্রামের পর দ্বিতীয় টেস্টে বগুড়া ১০ উইকেটের পরাজয় বরণ করে হাবিবুল বাশারের বাংলাদেশ টেস্ট দল।
এরপর ২০০৭ থেকে ২০০৯ সালে দুই দল আরও পাঁচবার টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। তবে সময় বদলালেও ফলাফল সেই একই, সবগুলোতেই হারের বৃত্তে ঘুরপাক খেয়েছে বাংলাদেশ।
তবে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো হার এড়ানোর সৌভাগ্য হয় বাংলাদেশের। শ্রীলঙ্কার গলে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল ড্র করে। ম্যাচ সেরাও হয়েছিলেন অধিনায়ক মুশফিক। তবে দুই ম্যাচ সিরিজের পরের ম্যাচেই আবার হারতে হয়েছিল টাইগারদের।
২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে আরও তিনটি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তার মধ্যে চট্টগ্রামের একটি ম্যাচে আবারও ড্র করে বাংলাদেশ। সেটিরও দলনেতা ছিলেন মুশফিকুর রহিম।
২০১৪ সালের পর প্রায় তিন বছর আর টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়নি বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টে জয় উপহার দেয় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। মুশফিকুর রহিম-সাকিব আল হাসান-তামিম ইকবালদের ব্যাটিং নৈপূণ্যে নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে জয়ের দেখা পায় বাংলাদেশ। যদিও সিরিজের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছিল মুশফিকরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৮ সালে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন স্বাগতিক বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের মধ্যে চট্টগ্রামের ড্র করেছিল। ঢাকায় পরের ম্যাচটি আবার ২১৫ রানের ব্যবধানে হারের স্বাদ নিয়েছিল বাংলাদেশ টেস্ট দল।
দীর্ঘ চার বছর পর আবার টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দেশটির সাথে গত ২০ বছরের তিন টেস্টে ড্র এবং একটি জয় ছাড়া সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। এছাড়া অধিনায়ক মমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দলের এটাই শ্রীলঙ্কায় প্রথম সফর। যদিও দলে মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]