২০০০ সালে টেস্ট খেলার মর্যাদা পেয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। দুই দশক পর এবার বাংলাদেশের নারীরাও টেস্ট ক্রিকেটের মর্যদা পেল। আইসিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইসিসি বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশসহ অন্য দুটি পূর্ণ সদস্য দেশ (জিম্বাবুয়ে এবং আফগানিস্তান) নারী ক্রিকেট দল টেস্ট খেলতে পারবে।
এখন পর্যন্ত বিশ্বের দশটি নারী ক্রিকেট দল টেস্ট খেলেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড টেস্ট খেলত। আইসিসির সহযোগী সদস্য হয়েও টেস্ট মর্যাদা পেয়েছে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড।
নারী ক্রিকেটে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড (৯৫)। ৭৪ টেস্ট খেলে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড (৪৫), ভারত (৩৬), দক্ষিণ আফ্রিকা (১২) এবং ওয়েস্ট ইন্ডিজ (১২) দশটির বেশি টেস্ট খেলেছে। পাকিস্তান খেলেছে ৩টি। এছাড়া শ্রীলঙ্কা মাত্র ১টি টেস্ট ম্যাচ খেলেছে।
২০২২ সালে বার্মিংহামে বসতে যাওয়া কমনওয়েলথ গেমসে মেয়েদের সকল ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্বীকৃতির সিদ্ধান্তের কথাও জানিয়েছে আইসিসি।
টেস্ট মর্যদা পাওয়া বাংলাদেশের মেয়েরা ২০১১ সালে ওয়ানডে মর্যাদা পেয়েছে। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় টিম টাইগ্রেসের সর্বোচ্চ সাফল্য।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]