ব্যাটে-বলে দুর্দান্ত খেলে সিরিজ হার এড়ালো আফগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৫ মার্চ ২০২১
ব্যাটে-বলে দুর্দান্ত খেলে সিরিজ হার এড়ালো আফগান

ব্যাট হাতে হাসমতউল্লাহ শাহিদির ডাবল ও অধিনায়ক আসগর আফগানের দেড়শ রানের ইনিংসের পর বল হাতে স্পিনার রশিদ খানের ১১ উইকেট শিকারে জিম্বাবুয়ের কাছে টেস্ট সিরিজ হার এড়ালো আফগানিস্তান। আবু ধাবিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে আফগানরা। এর ফলে ১-১ সমতায় শেষ হলো দুই ম্যাচের সিরিজ।

প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ৫৪৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে আফগানিস্তান। চার নম্বরে নামা শাহিদি ৪৪৩ বলে ২১টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২০০ রান করেন। টেস্টে আফগানিস্তানের পক্ষে এটিই প্রথম ডাবল-সেঞ্চুরি। শাহিদির ৫ ম্যাচের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিও বটে। আসগর করেন ১৬৪ রান। ২৫৭ বল খেলে ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।

এরপর আফগানিস্তানের বোলারদের নৈপুণ্যে প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা সর্বোচ্চ ৮৫ রান করেন। আফগানিস্তানের রশিদ ৪টি ও আমির হামজা ৩টি উইকেট নেন।

২৫৮ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংস দারুন লড়াই করে জিম্বাবুয়ে। অধিনায়ক সিন উইলিয়ামসের সেঞ্চুরি ও ৯ নম্বরে নামা ডোনাল্ড তিরিপানোর ৯৫ রানের সুবাদে লিড নেয় জিম্বাবুয়ে। ৩৬৫ রানে আউট হয়ে স্তানকে জয়ের জন্য ১০৮ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে।

১৩টি চার ও ১টি ছক্কায় ৩০৯ বলে অপরাজিত ১৫১ রান করেন উইলিয়ামস। ২৫৮ বল খেলে ১৬টি চার মারেন তিরিপানো। এ ইনিংসে ১৩৭ রানে ৭ উইকেট নেন রশিদ।

জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান। রহমত শাহ ৫৮ ও ইব্রাহিম জাদরান ২৯ রান করেন। নাসির জামাত ৪ ও শাহিদি ৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন শাহিদি। সিরিজ সেরা হন উইলিয়ামস।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয়বার দুইদিনেই টেস্ট হারলো আফগানিস্তান

দ্বিতীয়বার দুইদিনেই টেস্ট হারলো আফগানিস্তান

অভিষেকেই আফগান তরুণ গুরবাজের সেঞ্চুরি

অভিষেকেই আফগান তরুণ গুরবাজের সেঞ্চুরি

আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান