টাইগারদের শ্রীলঙ্কা সফর নিশ্চিত, ভেন্যু-তারিখে অপেক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৪ মার্চ ২০২১
টাইগারদের শ্রীলঙ্কা সফর নিশ্চিত, ভেন্যু-তারিখে অপেক্ষা

ফাইল ফটো

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে এটা নিশ্চিত। তবে ঠিক কোন তারিখে টেস্ট সিরিজ মাঠে গড়াবে এবং কোথায় অনুষ্ঠিত হবে -তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া কোয়ারেন্টাইন নিয়ে দু’দেশের ক্রিকেট বোর্ড সম্মতিতে পৌঁছেছে।

শনিবার (১৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘মোটামোটি ফাইনাল আমরা যাচ্ছি (শ্রীলঙ্কা)। নিউজিল্যান্ড থেকে এসেই আমরা চলে যাচ্ছি।’

এর আগে গত সপ্তাহে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তভুক্ত দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এছাড়া ২১ এবং ২৯ এপ্রিল দুটি টেস্ট ম্যাচ মাঠে গড়ানোরত পারে।’ তবে আকরাম খান বলছেন, এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি।

তিনি বলেন, ‘যেহেতু ওরা (শ্রীলঙ্কা) হোস্ট, ওরা ভেন্যু এবং সবকিছুর ব্যাপারে ফাইনাল করবে, কিছু দিনের মধ্যে। যতটুকু জানি সেটা হলো, একই ভেন্যুতে দুটি টেস্ট হবে। ভেন্যুটা ওরাই আমাদেরকে জানাবে। তারিখের ব্যাপারে দুটি ডেট আমরা শুনেছি, ২১ ও ২৯ এপ্রিল। ভেন্যু এবং তারিখ অলমোস্ট এ পর্যায়ে রয়েছে। এক-দুইদিন এদিক-ওদিক হতে পারে। ফাইনাল ডেট ওরাই জানাবে।’

এর আগে শ্রীলঙ্কার কঠোর কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ সফর স্থগিত করেছিল। তবে এবার দুই দেশের ক্রিকেট বোর্ড কোয়ারেন্টাইন ইস্যুতে এক হয়েছে। আকরাম বলেন, ‘প্রথমে কোয়ারেন্টাইনের যে ব্যাপারটা আছে, সেটা ওরা চাচ্ছে যেন আমরা কলম্বোর বাইরে থাকি। কিন্তু আমরা চেষ্টা করছি, কলম্বোতে রাখার জন্য। যেহেতু ওখানে ভালো সুযোগ-সুবিধা। এটাও দুই-তিন দিনের মধ্যে নিশ্চিত হবে।’

টেস্টের চূড়ান্ত তারিখ নির্ধারিত না হলেও নিউজিল্যান্ড থেকে দেশের ফিরে খুব বেশি সময় পাবেন না টাইগার ক্রিকেটাররা। যার ফলে বিসিবি চাচ্ছে যেন শ্রীলঙ্কা গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ টেস্ট।

আকরাম খান বলেন, ‌‘ডেফিনেটলি আমরা এখন যে ফরম্যাটে খেলছি (নিউজিল্যান্ডে), ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ দল দেশে আসবে। এখানে যারা টেস্ট টিমের খেলোয়াড় আছে, তারা দুই-একদিন করেছে (অনুশীলন)। দুই-তিন দিনের মধ্যে বাকি সবাই এক সাথে অনুশীলন করবে।’

তিনি আরও বলেন, ‘ভালো ব্যাপার হলো ওরা যাওয়ার আগে এখানে জাতীয় লিগ হচ্ছে। যারা দেশে আছে তারা খেলতে পারবে। একই সাথে ওখানে (শ্রীলঙ্কা) আমরা চাচ্ছি একটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। সম্ভবত আমরা সেটি পাবো।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না গ্র্যান্ডহোম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না গ্র্যান্ডহোম

শেষ মেয়াদে ফিরতে পেরে খুশি ভেট্টরি

শেষ মেয়াদে ফিরতে পেরে খুশি ভেট্টরি

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নতুন তিনজন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নতুন তিনজন