ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভিসা জটিলতার কারণে টি-টোয়েন্টিতে না খেলতে পারলেও টেস্ট সিরিজে ফিরেছেন নিয়মিত অধিনায়ক দিমুথ করুনাররত্নে।
ঘোষিত দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া টেস্টে স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পাথুম নিশাঙ্কা। বুড়ো আঙুলের ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও খেলতে পারেননি করুনাররত্নে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে আবারও মাঠে ফিরছেন করুনাররত্নে। টেস্টের পর ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দিবেন তিনি।
করুনাররত্নের মতো ইনজুরিতে পড়েছিলেন ধনাঞ্জয়া। দক্ষিণ আফ্রিকা সফরে উরুর চোটে পড়ার কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন > মধুর বিড়ম্বনায় শানাকা, টি-টোয়েন্টির নেতৃত্বে ম্যাথুজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরমেন্স করছেন ডানহাতি ব্যাটসম্যান নিশাঙ্কা। ঘরোয়া আসরে প্রথম শ্রেণির ক্রিকেটেও ব্যাট হাতে উজ্জল তিনি। ১৩টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩৩ ম্যাচে ৩৪৪৫ রান রয়েছে তার। ব্যাটিং গড় ৬৭ দশমিক ৫৪।
২১ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ মার্চ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
শ্রীলঙ্কা টেস্ট দল
দিমুথ করুনাররত্নে (অধিনায়ক), দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওসাদা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশান ডিকবেলা, রোশান সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, আশিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা এবং লাথিস এম্বুলদুনিয়া।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]