দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচে মাত্র দুইদিনেই হারের স্বাদ পেলে আফগানিস্তান। নিজেদের অভিষেক টেস্টে ভারতের কাছে দুইদিনে হেরে যাওয়ার পর এবার পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের কাছে দুইদিনে হারলো টেস্ট ক্রিকেটে নবীন এ দল।
আবুধাবিতে দুই ম্যাচ সিরিজে মঙ্গলবার (২ মার্চ) শুরু হওয়া প্রথম টেস্ট শেষ হয়েছে বুধবার। চার ইনিংস মিলে মাঠে বল গড়িয়েছে মাত্র ১৬৭ দশমিক ৫ ওভার। শেষ ইনিংসের মাত্র ১৭ রান টার্গেট পাওয়া জিম্বাবুয়ে ম্যাচ জিতে নিয়েছে ১০ উইকেটে।
প্রথম ইনিংসে আফগানদের ১৩১ রানের জবাবে অধিনায়ক উইলিয়ামসের সেঞ্চুরিতে ২৫০ রান করে জিম্বাবুয়ে। ১১৯ রানের বড় লিডেই আফগানদের হারের পথ তৈরি হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম জাদরানের দারুণ লড়াই সত্ত্বেও আফগানরা করতে পারে মাত্র ১৩৫ রান। ফলে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭ রান।
স্বল্প রানে টার্গেট পেরুতে জিম্বাবুয়ের দুই ওপেনারকে খেলতে হয়েছে ২০টি বল। দলের এ দাপুটে জয়ে দুই ইনিংস মিলি ৬ উইকেট করে নিয়েছেন দুই পেসার মুজারাব্বানি ও নিয়াউচি। আরেক পেসার ডোনাল্ড টিরিপানো পেয়েছেন ৪ উইকেট।
আফগানদের ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ একই মাঠে শুরু হবে ১০ মার্চ (বুধবার)। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুইদল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]