ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না রশিদ খানের। ফলে মঙ্গলবার (২ মার্চ) থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে রশিদের লেগ স্পিনার ঘূর্ণি পাচ্ছে না আফগানিস্তান।
বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রশিদ খানের ডান হাতের আঙুলে চিড় ধরা পড়েছে। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সময় ক্রিস গেইলের একটি শটে বল ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন রশিদ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডও এর আগে জানিয়েছিল যে, জিম্বাবুরের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিস করতে পারেন রশিদ খান। তবে ইনজুরির ধরন দেখে আশায় ছিল আফগানরা।
মঙ্গলবার (২ মার্চ) ম্যাচ শুরু হওয়ার আগে একাদশ দেখে নিশ্চিত হওয়া যায় প্রথম টেস্টে রশিদ খানের খেলা হচ্ছে না। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না না ওঠায় রশিদ খানকে বিশ্রামেই রাখা হয়েছে।
আবু ধাবিতে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে আফগানিস্তান।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]