চতুর্থ টেস্ট থেকে বুমরাহকে ছেড়ে দিল বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১
চতুর্থ টেস্ট থেকে বুমরাহকে ছেড়ে দিল বিসিসিআই

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। ফলে শেষ ও চতুর্থ টেস্টটি দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। ড্র করলেও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের কাছে সিরিজ খোয়াবে ইংলিশরা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে পেসার জসপ্রিত বুমরাহকে পাচ্ছেন না বিরাট কোহলি।

ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট থেকে ছুটি চেয়েছিলেন জসপ্রিত বুমরাহ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুমরাহ ছুটির আবেদন মঞ্জুর করেছে। যার ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ও চতুর্থ টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট থেকে জসপ্রিত বুমরাহ‘র চাওয়া ছুটি বোর্ড অনুমোদন দিয়েছে। তবে বুমরাহ পরিবর্তে সিরিজের শেষ টেস্টে কাউকে নেওয়া হয়নি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম তিন ম্যাচে দ্বিতীয় টেস্টের একাদশে ছিলেন না বুমরাহ। তাকে ছাড়াই জয় তুলে সিরিজে সমতায় ফিরে ভারত। প্রথম টেস্টে বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট (৩ ও ১) শিকার করেছিলেন তিনি। এছাড়া সর্বশেষ টেস্টে বল হাতে উইকেট শূন্য ছিলেন ভারতীয় এ পেসার।

সিরিজের শেষ ও চতুর্থ টেস্ট ম্যাচটি বৃহস্পতিবার (৪ মার্চ) আহমেদাবাদে শুরু হবে।

চতুর্থ টেস্টে ভারতের স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএল রাহুল, হার্দিক পাণ্ডে, ঋষভ পান্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, মো. সিরাজ এবং উমেশ যাদব।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৮৫ বছরের মধ্যে স্বল্পস্থায়ী টেস্ট, তবুও উইকেটের পক্ষে কোহলি

৮৫ বছরের মধ্যে স্বল্পস্থায়ী টেস্ট, তবুও উইকেটের পক্ষে কোহলি

শ্রীলঙ্কার বিপক্ষে উইন্ডিজের তারকাবহুল দল, ফিরলেন গেইল

শ্রীলঙ্কার বিপক্ষে উইন্ডিজের তারকাবহুল দল, ফিরলেন গেইল

ব্যাট-বল তুলে রাখলেন পাঠান

ব্যাট-বল তুলে রাখলেন পাঠান

রুটের ঘূর্ণিতে এত জাদু, আগে দেখেনি ক্রিকেট বিশ্ব

রুটের ঘূর্ণিতে এত জাদু, আগে দেখেনি ক্রিকেট বিশ্ব