উপমহাদেশ, টেস্ট ক্রিকেট এবং স্পিন ট্র্যাক। একটি সুপরিচিত সমীকরণ। এশিয়ার মাঠে খেলতে আসা মানেই যে স্পিন ট্যাকে অগ্নিপরীক্ষা, তা কারো অজানা নয়। তবে সেই ঘূর্ণি যদি আসে পেস মন্ত্রে বিশ্বাসী ইংলিশদের হাত থেকে, তাও আবার অনিয়মিত একজন, জো রুট। হ্যাঁ! আহমেদাবাদ গোলাপি বলের টেস্টে এমন অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ইংলিশ অধিনায়ক।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে স্বাগতিক ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলতে নেমেছিল ইংল্যান্ড দল। ম্যাচের শুরুতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মহাবিপর্যয়ে পড়ে ইংলিশরা। টেস্ট ক্রিকেট যেখানে লম্বা সময় ব্যাটিং করার প্রতিযোগিতা, সেখানে যেন উইকেটেই দাঁড়াতে পারছিল না তারা।
অক্ষর প্যাটেল-রবিচন্দ্রন অশ্বিনদের বোলিং তোপে মাত্র ১১২ রানে অলরাউট হয়ে যেন চটে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। তাই তো বল হাতে মিরাকল ঘটিয়েছেন নিজেই। এক রুটের কাছেই প্রথম ইনিংসে ধরাশায়ী হয়েছেন কোহলিরা। রুটের ক্যারিয়ারে ঘটে যায় ক্যারিয়ার সেরা বোলিং।
মাত্র ৮ রানে ৫ উইকেট শিকার করেন জো রুট। মূলত পার্টটাইমার হিসেবেই দলের প্রয়োজনে বল হাতে নেন তিনি।
তবে ভারতকে ১৪৫ রানে অলআউট করতে আহমেদাবাদে বনে গেলেন পুরোদস্তর বোলারে। গোলাপি বলে হাত ঘুরিয়ে একে একে সাজঘরে পাঠিয়েছেন রিশভ প্যান্ট, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং জসপ্রিত বুমরাহকে।
জো রুটের ১০২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত এটিই সেরা বোলিং নৈপূণ্য। এর আগে ৯২ ইনিংসে বল করেছেন তিনি। ৪৮৫ ওভার বল করে ১ হাজার ৫২৩ রান খরচায় উইকেট পেয়েছেন ৩২টি। যেখানে আজ ৬ দশমিক ২ ওভার বল ঘুরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকারের স্বাদ পেয়েছেন এ ডানহাতি অফ-স্পিনার।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]