বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমবারের মতো গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট খেলেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে ইনিংস ব্যবধানে জিতলেও সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের টেস্টে লজ্জার রেকর্ড গড়েছে বিরাট কোহলিরা। তবে টেস্ট ক্রিকেটের গোলাপি বলের খেলার প্রেমে মজেছেন দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে, গোলাপি বলের ম্যাচ টেস্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
স্বাগতিক ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। ২৪ ফেব্রুয়ারি (বুধবার) আহমাদাবাদে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। ভারত ও ইংল্যান্ড মধ্যকার ওই ম্যাচটি হবে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ।
ভারতের মাটিতে দ্বিতীয়বারের মতো দিবা-রাত্রির ওই টেস্ট ম্যাচকে সামনে রেখেে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমি মনে করি, প্রত্যেক সিরিজে একটি করে গোলাপি বলের টেস্ট রাখা দরকার।’
২০১৯ সালের নভেম্বরে কলকাতায় প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলেছিল ভারত। ওই ম্যাচ দিয়ে প্রতিপক্ষ বাংলাদেশও প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলেছে। নিজেদের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচে ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল মমিনুল হকের বাংলাদেশ টেস্ট দল।
তিনি বলেন, ‘প্রত্যেক প্রজন্মেই ক্রিকেট নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলছে। টেস্ট ম্যাচে গোলাপি বল তেমনই এক পরিবর্তনের অঙ্গ। পাঁচ দিনের ক্রিকেটকে আকর্ষণীয় করে রাখতে গোলাপি বলের টেস্ট আয়োজন করা দরকার। আশা করছি, আহমাদাবাদে দর্শকে ভরা স্টেডিয়ামে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট দর্শকরা দারুণ উপভোগ করবে।’
বাংলাদেশের পর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তবে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেনি বিরাট কোহলিরা। উল্টো নিজেদের ক্রিকেট ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছে তারা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। ফলে মাত্র ৯০ রানের টার্গেট পেয়ে সহজেই টপকে যায় অস্ট্রেলিয়া।
তবে ঘরের মাঠে আবারও গোলাপি বলের টেস্টে আশাবাদী ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দর্শকদের সামনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। করোনা পরবর্তী মাঠে দর্শক ফেরানোর পর এবার তৃতীয় ও গোলাপি বলের ম্যাচে গ্যালারিতে থাকছেন দর্শক।
চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন গাঙ্গুলি। দিবা-রাত্রির টেস্ট নিয়ে দর্শকদের চাহিদা সম্পর্কে গাঙ্গুলি বলেন, ‘ইতিমধ্যে আমদাবাদ টেস্টের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্টের পরে টি-টোয়েন্টি সিরিজও দর্শকপূর্ণ থাকবে।’
এদিকে নিজের শারীরিক অবস্থার নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এ মুহূর্তে আমি পুরোপুরি ফিট ও সুস্থ আছি। তাই কাজে ফিরেছি। শুরুতে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সবাই আমার অসুস্থতা নিয়ে যেমনটা চিন্তায় ছিলেন, অবস্থা ততটা গুরুতর ছিল না।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]