অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিনকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ঘোষিত দলে ২০১৭ সালের পর আবারও টেস্টে জায়গা পেয়েছেন তারিসাই মুসাকান্দা।
শারীরিকভাবে অসুস্থতার কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেননি টেইলর-আরভিন। যে কারণে টেস্ট সিরিজের স্কোয়াডে তাদের জায়গা হয়নি। অন্যদিকে দলেডাক পাওয়া মুসাকান্দা সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিলেন।
সম্প্রতি ঘরোয়া আসরে ১১১ এবং ১২৫ রানের দু‘টি ইনিংস খেলেছেন মুসাকান্দা। এছাড়াও ২০১৭ সালের পর আবারও টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বার্ল।
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ২ মার্চ শুরু হবে সিরিজে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ মার্চ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২০ মার্চ। সবগুলোই ম্যাচই হবে আবু ধাবিতে।
জিম্বাবুয়ে দল
শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, কেভিন কাসুজা, ওয়েসলি মাধুভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভরে, ব্রেন্ডন মাভুতা, তারিসাই সাসুকান্দা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারভা, ভিক্টর নিয়াউচি এবং ডোনাল্ড তিরিপানো।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]