প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের সময় কুইন্টন ডিককের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার রেশ এখনও কাটেনি। আর এরই মধ্যে এবার ওয়ার্নারের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছে।
পোর্ট এলিজাবেথে চলতি দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সময় বাঁ হাতের তালু এবং আঙুলে ব্যান্ডেজ নিয়েই ফিল্ডিং করছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, ওয়ার্নার বারবার ব্যান্ডেজ করা হাতেই বল ধরে প্যান্টে ঘষছিলেন ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য।
অর্থাৎ ঘুরিয়ে বল ট্যাম্পারিংয়ের অভিযোগই এনেছে প্রোটিয়ারা, ওয়ার্নারের বিরুদ্ধে। প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়াও।
এ ব্যাপারে তাদের বোলিং কোচ রায়ান হ্যারিস বলেছেন, আবার ওয়ার্নারকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, এর আগে ওয়ার্নারের স্ত্রীর নামে কটু কথা বলেছিলেন ডিকক, আর তাতেই রেগে গিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন অসি ওপেনার, অভিযোগ এমনই।