ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে সফররত ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এ টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সফরকরী দলের কাইল মায়ার্স। এছাড়া শীর্ষ পাঁচে শেষে তিনজনে রয়েছে বাংলাদেশের তিন ব্যাটসম্যান।
দুই টেস্টের ৪ ইনিংসে ২৬১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কাইল মায়ার্স। যার মধ্যে একটি ডাবল-সেঞ্চুরিও রয়েছে। যেটি ঐতিহাসিক হয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে, এমনকি মায়ার্সের ক্যারিয়ারেও।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে জয়ের ৩৯৫ রানের বিশাল টার্গেট পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলকে লক্ষ্যে পৌঁছাতে একাই লড়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা মায়ার্স। ম্যাচের চতুর্থ ইনিংসে খেলেছেন অনবদ্য ২১০ রান।
এদিকে সিরিজ সেরা ওয়েস্ট ইন্ডিজের এনক্রুমার বোনার হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিজের অভিষেক সিরিজে ২টি হাফ-সেঞ্চুরিতে ৪ ইনিংসে ২৩১ রান করেন তিনি।
সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তৃতীয় থেকে পঞ্চমস্থানে আছেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। তারা হলেন, যথাক্রমে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মমিনুল হক।
২টি হাফ-সেঞ্চুরিতে লিটন দাস ২০০, ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে মিরাজ ১৯৮ এবং ১টি সেঞ্চুরিতে ১৮৮ রান করেছেন মমিনুল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]