জিতলেই রেকর্ড গড়বে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১
জিতলেই রেকর্ড গড়বে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট জিততে ২৩১ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। এই টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতলে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ২১৫ রানের টার্গেট পেয়ে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

নিজেদের ক্রিকেট ইতিহাসে ১২১ টেস্টে ১৪টি জয় রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ৩বার রান তাড়া করে ম্যাচ জয় রয়েছে টাইগারদের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ২১৫ রানের টার্গেট পেয়েছিল বাংলাদেশ। ফলে ২৩১ রানের টার্গেটের এ ম্যাচ জয় করলেই রেকর্ড গড়বে টাইগাররা।

২১৫ রানের টার্গেট পেয়ে ৬ উইকেটে ২১৭ রান করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওই জয়ের দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এরপর ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশ। তবে সেবার ১০১ রানের টার্গেট স্পর্শ করতে ঘাম ঝড়াতে হয়েছিল টাইগারদের।

উইকেটের হিসেবে বাংলাদেশের তৃতীয় জয় ২০১৭ সালে। শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্ট জিততে ১৯১ রানের টার্গেট পেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে পৌঁছে ৪ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

উপরের তিন জয়ের তথ্যানুযায়ী ২১৫ রানের বেশি টার্গেটে বাংলাদেশের কোন টেস্ট জয় নেই। ফলে চলমান ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ২৩১ রানের টার্গেট স্পর্শ করতে পারলেই রেকর্ড জয়ের স্বাদ নিবে বাংলাদেশ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর

বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর

মাহমুুদউল্লাহ-নাসিরের ৯ বছরের রাজত্বে লিটন-মিরাজের হানা

মাহমুুদউল্লাহ-নাসিরের ৯ বছরের রাজত্বে লিটন-মিরাজের হানা

২৯৬ রানে অলআউট বাংলাদেশ

২৯৬ রানে অলআউট বাংলাদেশ

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন রাজ্জাক-নাফীস

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন রাজ্জাক-নাফীস