সাকিবের পর নাম লেখালেন তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
সাকিবের পর নাম লেখালেন তাইজুল

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ১০৮ রানে ৪ উইকেট নিয়ে দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারে শততম শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

দেশের মাটিতে এখন পর্যন্ত তাইজুলের বোলিং পরিসংখ্যান ২১ টেস্টে ১০১টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে নামার আগে তাইজুলের শিকার ছিল ২০ টেস্টে ৯৭ উইকেট।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৩৭তম ওভারে জসুয়া ডা সিলভাকে বোল্ড করে দেশের মাটিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম টেস্টে শিকারের তালিকায় নাম তুলেন তাইজুল। এর আগে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম ১শ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বর্তমানে ৩৮ টেস্টে সাকিবের শিকার ১৪২টি উইকেট।

সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে তাইজুলের শিকার ৩১ ম্যাচে ১২২টি উইকেট। এছাড়া ওয়ানডে ক্রিকেটে বল হাতে ৯ ম্যাচে তার উইকেট শিকারের সংখ্যা ১২টি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল

নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল

কথাটা ভালো লাগলো না : তাইজুল

কথাটা ভালো লাগলো না : তাইজুল

সাকিবকে হটিয়ে তাইজুলের দ্রুততম ‘সেঞ্চুরি’

সাকিবকে হটিয়ে তাইজুলের দ্রুততম ‘সেঞ্চুরি’