দুই ম্যাচ সিরিজের শেষ ও ঢাকা টেস্টে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টস জিতে বাংলাদেশের ন্যায় তারাও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ও চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলোদেশ।
প্রথম টেস্টে ৩ উইকেটে হারার পর ঢাকা টেস্টে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে সাকিব আল হাসান ও সাদমান ইসলাম বাদ পড়ায় একাদশে জায়গা পেয়েছেন নতুন করে ডাক পাওয়া সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন।
এছাড়া ঢাকা টেস্টে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে একাদশে জাগয়া পেয়েছেন আরেক পেসার আবু জায়েদ রাহী। চট্টগ্রাম টেস্টে বল হাতে দুই ইনিংসে মাত্র ২টি উইকেট শিকার করছিলেন মোস্তাফিজ। ওই টেস্টে একাদশে থাকা মোস্তাফিজ এবার ঢাকা টেস্টে ১৫ সদস্যের মধ্যেও নেই।
এদিকে চট্টগ্রাম টেস্টের ন্যায় ঢাকা টেস্টেও স্পিন নির্ভর একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের পরিবর্তে সৌম্য সরকারকে নেওয়ায় একজন পেসার বেড়েছে। ফলে বামহাতি একজন ব্যাটসম্যানের পাশাপশি ডানহাতির একজন মিডিয়াম-ফাস্ট বোলাও পেয়েছেন অধিনায়ক মমিনুল হক।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে।
চট্টগ্রাম টেস্টে ৩ উইকেটে হারে যাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ হার ও সমতায় ফিরতে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]