চাপ সামলে ইতিবাচক মনোভাবে বিশ্বাসী মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২১
চাপ সামলে ইতিবাচক মনোভাবে বিশ্বাসী মমিনুল

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েও সফলতা পায়নি বাংলাদেশ। বিশাল ওই টার্গেট টপকে ৩ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল ক্যারিবীয়রা। তবে প্রথম টেস্টে কী ঘটেছে সেটি ভুলে ইতিবাচক মনোভাব প্রদর্শন করতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। সতীর্থদের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচকে সামনে রেখে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুশীলন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন মমিনুল হক। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে মিরপুরে শুরু হবে সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচ।

সিরিজ বাঁচানোর ম্যাচকে সামনে রেখে টাইগার অধিনায়ক বলেন, ‘অতীতে কী ঘটেছে সেটি মনে করার কোন কারণ নেই। আগের টেস্টে অনেকগুলো ইতিবাচক দিকও রয়েছে। সেগুলোকে সঙ্গী করেই আমরা এগিয়ে যেতে চাই। আমার মনে হয় ভালো করার বিষয়ে সবাই আশাবাদী। তারা নিজেদের সেরাটা প্রদর্শনের মাধ্যমে দলের সেরা ফল বের করে আনার জন্য উদগ্রীব হয়ে আছে।’

মমিনুলের নেতৃত্বে এখন পর্যন্ত ৫ টেস্টে চারটিতেই হেরেছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। দলীয় সামর্থ্য যাই হোক চাপ নিয়ে খেলতে চান না মমিনুল। বলেন, ‘দলীয় সামর্থ্য যেমনই হোক, ম্যাচ জয় করতে না পারলে আপনাকে সবসময় চাপ অনুভব করতে হবে। সুতরাং এখানেও চাপ থাকবে। এ চাপকে জয় করে নিজেদের সেরা ক্রিকেট খেলার পথ খুঁজে বের করতে হবে। এই দলটির প্রতি প্রত্যাশা অনেক। দলনেতা হিসেবে আমারও প্রত্যাশা আছে। আমি শুধু এটিই বলব, আমরা দ্বিতীয় টেস্টে জয় পেতে মরিয়া। এ ম্যাচটি নিয়ে সবাই উদগ্রীব।’

টাইগার দলপতি বলেন, ‘অতীতে এমন অবস্থা ছিল বলে আমি মনে করি না। এখানে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে কিভাবে চাপ মোকাবেলা করতে হয়। আমার মনে হয় ভবিষ্যতে এটি দলীয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। আমার মতে দল প্রথম টেস্টে বেশ ভালো ব্যাট করেছে। আমরা কিছু সুযোগও হাতছাড়া করেছি।’

প্রথম টেস্টে চার স্পিনারের সঙ্গে শুধুমাত্র একজন পেসার মোস্তাফিজুর রহমানকে দলভুক্ত করেছিল বাংলাদেশ। তবে সাকিব আল হাসান বিহীন স্পিনাররা ভালো করতে পারেনি। পিচ থেকেও তারা কোন সহায়তা পায়নি। তবে মমিনুলের ভাষ্য মতে, দ্বিতীয় টেস্টে পিচ থেকে সহায়তা পাবে বাংলাদেশ।

এছাড়া দ্বিতীয় ম্যাচে পেসারদের প্রতিও জোর দিতে হবে বলে মনে করেন তিনি। বলেন, ‘পেসারের প্রতি জোর দিতে হবে। তবে, কয়জনকে পেসার খেলানো হবে, সেটি নির্ভর করছে পিচের আচরণের উপর। আমাদের স্পিন আক্রমণ বেশ ভালো। পেস আক্রমণও মন্দ নয়। আশা করেছি আমরা ভালো কম্বিনেশন পাব।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকাতেও নিজেদের দায়িত্ব মানছেন মিরাজ

ঢাকাতেও নিজেদের দায়িত্ব মানছেন মিরাজ

সাকিবের পর ছিটকে গেলেন সাদমান

সাকিবের পর ছিটকে গেলেন সাদমান

সাকিব ছাড়াও বাংলাদেশকে হালকা ভাবছে না উইন্ডিজ

সাকিব ছাড়াও বাংলাদেশকে হালকা ভাবছে না উইন্ডিজ

বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া

বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া