লজ্জাজনক হারের পর কোহলির ‘হুমকি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২১
লজ্জাজনক হারের পর কোহলির ‘হুমকি’

ফাইল ফটো

চার ম্যাচ সিরিজের উদ্বোধনী টেস্টে সফরকারী ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেছে স্বাগতিক ভারত। নিজেদের মাঠে এমন লজ্জাজনক পরাজয়ের পর ‘হুমকি’ ছেড়েছেন অধিনায়ক বিরাট কোহলি। বলেন, সিরিজের বাকি তিন টেস্টে ইংল্যান্ডকে আরও ‘কঠিন লড়াই’ করতে হবে।

উদ্বোধনী টেস্টে সফরকারীদের বিপক্ষে ভারতের পক্ষে ব্যাট হাতে একমাত্র কোহলিই কিছু সময় লড়াই করেছেন। শেষ পর্যন্ত ২৪তম টেস্ট হাফ সেঞ্চুরি করা কোহলি বেন স্টোকস বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। ফলে ৭২ রানে থেমে যায় কোহলির ইনিংস।

মাত্র এক মাস আগে এই ভারতীয় দলটিই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছে। ব্র্রিসবেনের গাব্বায় ১৯৮৮ সালের পর প্রথম টেস্ট হেরেছে অসিরা। কোহলি বলেন, তার দলটি ফের লাড়াইয়ে নামার জন্য প্রস্তুত।

ম্যাচ হারের পর তিনি বলেন, ‘আমরা এমন একটি দল, যারা এই ব্যর্থতাকে মেনে নিয়েছি এবং এই হার ও ভুল থেকে শিক্ষা নিয়েছি। এটি নিশ্চিত যে সিরিজের বাকি তিনটি টেস্টে আমরা কঠিন লড়াই করবো এবং এক এ ম্যাচের ন্যায় বিন্দুও ছাড় দেব না।’

কোহলি বলেন, ‘২০১৭ সালে অস্ট্রেলিয়া যখন প্রথম টেস্টে জয়লাভ করেছিল তখনও এমন কথাই বলা হয়েছিল। তবে সেটি নিয়ে এখনই কিছু বলতে চাই না বা সিদ্ধান্তে আসতে চাই না। আসলে মন্তব্য করার সময় এখনো আসেনি।’

সফরকারীদের পারফর্মেন্সের প্রশংসা করলেও ইংলিশরা অপেক্ষকৃত বেশি প্রস্তুত মানতে নারাজ কোহলি। বলেন, ‘আপনি হয়তো বলতে পারেন তারা বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। তবে বলতে পারেন না তারা আমাদের চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে এসেছে। আমাদের হোম কন্ডিশনকে তারা কোনভাবেই সঠিক পরিমাপ করতে পারবে না।’

কোহলির নেতৃত্বে হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করার পর ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে পরের দুই ম্যাচে জয়লাভ করে ২-১ ব্যবধানে সিরিজ যেতে ভারত। দেশের বাইরে ওই সিরিজ জয়ে এখন দেশের মাটিতে সিরিজ নিয়ে কোহলির উপর চাপ আরও বেড়েছে।

তিনি বলেন, ‘প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য আপনাকে বোলিং বিভাগের সহায়তা নিতে হবে। আপনি যদি ফাস্ট বোলার বা অশ্বিনের কথা বলেন তাহলে বলব, তারা সঠিক জায়গায় ভালো বল করেছে। তবে মিতব্যয়ী বল করেছে ওয়াশিং ও শাহবাজ। এতেই পরিস্থিতির উন্নতি ঘটেছে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রিটিশদের দাপট, নিজ মাঠে ভারতের লজ্জার হার

ব্রিটিশদের দাপট, নিজ মাঠে ভারতের লজ্জার হার

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম

নবম ব্যাটসম্যান হিসেবে রুটের রেকর্ড

নবম ব্যাটসম্যান হিসেবে রুটের রেকর্ড

ভারতে ক্রিকেট মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত

ভারতে ক্রিকেট মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত