ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের পরিবর্তে সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত ২০ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না সৌম্য সরকার। তবে ১৮ সদস্য নিয়ে চট্টগ্রাম টেস্টে সাকিব ইনজুরিতে পড়ায় এখন প্রাথমিক স্কোয়াডের বাইরে থেকেই দলে সৌম্যকে ভেড়ানো হলো।
চট্টগ্রাম টেস্টে চারজন স্পিনারের সাথে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে খেলানো হয়েছে। তবে এবার সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় পেস অলরাউন্ডার সৌম্য সরকারকে দলে নেওয়া হলো। বিসিবি জানায়, বুধবার (১০ ফেব্রুয়ারি) থেকে সৌম্য দলের সাথে অনুশীলনে যোগ দেবেন।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ ঢাকায় শুরু হবে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)। সেই হিসেবে মাত্র একদিন দলের সাথে সাদা বলের অনুশীলন করতে পারবেন সৌম্য। যদিও মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মিরপুরের একাডেমিতে নিজের অনুশীলন সেরেছেন তিনি।
সৌম্য এখন পর্যন্ত ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে ২৮ ইনিংসে ২৯ দশমিক ২১ গড়ে তার মোট রান ৮১৮। একটি সেঞ্চুরি (১৪৯) ছাড়াও চারটি ফিফটির মার রয়েছে। এছাড়া বল হাতে ১১ ইনিংসে ২৮৮ রানের বিপরীতে উইকেট রয়েছে মাত্র ৩টি।
দ্বিতীয় টেস্টের দল
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী ও সাদমান ইসলাম।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]