ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন দেশসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কুঁচকির ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া দলে না থাকায় আপাতত সাকিব টিম হোটেলেও থাকছেন না।
বলা হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তভুক্ত দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। সিরিজের প্রথম ম্যাচে ইনজুরি পড়ার পর এখনো তিনি পুরোপুরিভাবে সেরে ওঠেননি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতীয় টেস্টে না থাকায় জৈব-সুরক্ষা পরিবেশে টিম হোটেলও থাকছেন না সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানকে বিসিবির মেডিকেল টিম ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে এবং চিকিৎসা চালিয়ে যাবে।
সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। দুই ম্যাচ সিরিজের চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে যাওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব ছিটকে যাওয়ায় এখন ১৭ জনের দলে পরিণিত হলো। তবে সাকিবের পরিবর্তে নতুন কাউকে দলে যুক্ত করা হবে কি-না, তা জানা যায়নি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]