ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে ফলো-অনের শঙ্কায় পড়েছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৫৭ রান করেছে টিম ইন্ডিয়া। ফলো-অন এড়াতে বাকি ৪ উইকেটে ভারতকে আরও ১২১ রান করতে হবে।
ক্যারিয়ারের শততম ম্যাচে ডাবল-সেঞ্চুরি তুলে ২১৮ রান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ফলে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৫৫৫ রানের পাহাড় গড়ে সফরকারীরা। তৃতীয় দিন রোববার (৭ ফেব্রুয়ারি) বাকি ২ উইকেটে ২৩ রান যোগ করতে পারে ইংল্যান্ড। বেস ৩৪, লিচ অপরাজিত ১৪ ও জেমস এন্ডারসন ১ রান করেন। ভারতের বুমরাহ-অশ্বিন ৩টি করে এবং ইশান্ত-নাদিম ২টি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে রোহিত শর্মা ৬, শুভমান গিল ২৯, অধিনায়ক বিরাট কোহলি ১১ ও আজিঙ্কা রাহানে ১ রান করে সাজঘরে ফিরেন। পরে পঞ্চম উইকেটে ১১৯ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরানোর চেষ্টা করেন চেতেশ্বর পূজারা ও ঋসভ পান্থ। তবে পূজারা ৭৩ ও পান্থ ৯১ রান করে আউট হলে, ফলো-অনের শঙ্কায় পড়ে ভারত।
তৃতীয় দিন শেষে ওয়াশিংটন সুন্দর ৩৩ ও অশ্বিন ৮ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের বেস ৪টি ও জোফরা আর্চার ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৫৭৮/১০, ১৯০.১ ওভার (রুট ২১৮, সিবলি ৮৭, স্টোকস ৮২, বুমরাহ ৩/৮৪)
ভারত : ২৫৭/৬, ৭৪ ওভার (পান্থ ৯১, পূজারা ৭৩, বেস ৪/৫৫)।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]