চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বদলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনের মধ্যাহ্ন বিরতিতের যাওয়ার আগে কোন উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশ। বিপরীতে এনক্রুমার বোনার এবং কাইল মায়ার্স ১৩৮ রানের জুটি গড়েছেন। ৩ উইকেটে উইন্ডিজের সংগ্রহ এখন ১৯৭ রান।
চতুর্থ দিন (শনিবার) শেষে এনক্রুমার বোনার ১৫ ও কাইল মায়ার্স ৩৭ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের মিরাজ ১৬ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। শেষ দিনের (রোবাবর) প্রথম সেশনের আগে নিজেদের রানের চাকা সচল রেখে গুরুত্বপূর্ণ উইকেটও ধরে রেখেছেন তারা।
বোনার ৪৩ এবং মায়ার্স ৯১ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন। পঞ্চম দিনে তাদের জুটি থেকে এসেছে মূল্যবান ৮৭ রান।
এদিকে এ জুটি ভাঙার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ৪৭ রানে থাকা মায়ারসের বিপক্ষে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিও আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ না নেওয়া পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পেই ছিল।
একটু পর আবারও জীবন পান মায়ারস। মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এছাড়া বোনারও জীবন পেয়েছেন। নাঈম হাসানের একটি টার্ন করা বল বোনারের প্যাডে লাগলেও রিভিউ নেয়নি বাংলাদেশ। ২৫ রানে থাকা বোনার বেঁচে যান।
প্রথম শেষে ৩ উইকেটে থাকা ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য এখনো প্রয়োজন ১৯৮ রান। ৭ উইকেট হাতে নিয়ে দিনের বাকি সময়ে ২ দশমিক ৭৭ গড়ে রান তুলতে হবে। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন মূল্যবান ৭টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (মধ্যাহ্ন বিরতি পর্যন্ত)
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৫৯
বাংলাদেশ ২য় ইনিংস : ২২৩/৮ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৫) ১৯৭/৩।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]