ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি হাকিয়েছেন শততম টেস্ট খেলতে নামা ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তার অনবদ্য ১২৮ রানের সুবাদে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৬৩ রান করেছে সফরকারী ইংল্যান্ড।
চার ম্যাচ সিরিজে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে হাফ-সেঞ্চুরি তুলেন ইংল্যান্ডের দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। তবে দলীয় ৬৩ রানে ইংল্যান্ডের ওপেনারদের বিচ্ছিন্ন করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ২টি চারে ৩৩ রান করে আউট হন বার্নস।
বার্নসের আউটে ব্যাট হাতে নেমে ৫ বল খেলে খালি হাতে ফিরেন ডিন লরেন্স। লরেন্সকে লেগ বিফোর আউট করেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ৬৩ রানেই ২ উইকেট পতনের পর ইংল্যান্ডের হাল ধরেন আরেক ওপেনার সিবলি ও অধিনায়ক রুট। দ্বিতীয় সেশনে অবিচ্ছিন্ন থেকে দলকে ২ উইকেটে ১৪০ রানে নিয়ে যান তারা।
ইনিংসের ৭৮তম ওভারের শেষ বলে শততম টেস্টে ২০তম সেঞ্চুরি করেন রুট। শততম টেস্টে সেঞ্চুরি করা দশম খেলোয়াড় হলেন রুট। তবে নবম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। এছাড়া টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন রুট। গত মাসে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টে যথাক্রমে ২২৮, ১ এবং ১৮৬, ১১ রান করেছিলেন তিনি।
শেষ বিকেলে রুটের সেঞ্চুরির পর উইকেট শিকারের আনন্দে মাতে ভারত। সেঞ্চুরির পথে থাকা সিবলিকে ৮৭ রানে থামিয়ে দেন ভারতের বুমরাহ। ২৮৬ বলে ১২টি চারে নিজের ইনিংসটি সাজান সিবলি।
দিনের খেলা ৩ বল থাকলেও সিবলির আউটে প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। ১৯৭ বল খেলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১২৮ রান করে অপরাজিত আছেন রুট। তৃতীয় উইকেটে সিবলি-রুট ৩৯০ বল মোকাবেলা করেন ২০০ রান।
ভারতের বুমরাহ ২টি ও অশ্বিন ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৬৩/৩, ৮৯.৩ ওভার (রুট ১২৮*, সিবলি ৮৭, বুমরাহ ২/৪০)।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]