দ্বিতীয় দিন ঠিক যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন তাইজুল ইসলাম। বল হাতে প্রথম দিন কোন উইকেট না পেলেও শুক্রবার দিনের শুরুটাই করেন উইকেট নিয়ে। দিনের প্রথম বলেই ক্যারিবীয় শিবিরে আঘাত হেনে বাংলাদেশ শিবিরে উইকেট উদযাপনের স্বাদ এনে দেন এ স্পিনার।
তৃতীয় দিন প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি দু’টি উইকেট নিলেন ব্যাট হাতে সেঞ্চুরি হাকানো মেহেদী হাসান মিরাজ ও আরেক স্পিনার নাঈম হাসান। ৭৫ রানে দিন শুরু করা উইন্ডিজ প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে ১১৪ রান যোগ করেছে।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৬২ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৫ উইকেটে ১৮৯। ৩৪ রান নিয়ে ব্যাট করছেন জেরমে ব্ল্যাকউড এবং অপর প্রান্তে কিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভার করেছেন ১২ রান।
এর আগে ২ উইকেটে ৭৫ রান রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন গড়া ব্র্যাথওয়েট ও এনক্রুমা বনারের ৫১ রানের জুটি নতুন দিনে এগোতে পারেনি এক ধাপও। তাইজুল ইসলামের করা দিনের প্রথম বলেই ম্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বনার।
আগের দিন দারুণ বোলিং করা মোস্তাফিজ ২ ওভারে ১৮ রান দিয়ে কোন উইকেট পাননি। প্রথম সেশনে ৬৫ বলে ব্র্যাথওয়েট-মেয়ার্স জুটির পঞ্চাশ করে। তবে দারুণ টার্নিং এক বলে ৫৫ রানে এ জুটিতে থামান নাঈম।
নাঈমের করা বল অফ স্টাম্পের বাইরে দিয়ে যাবে ভেবে ছেড়ে দেন ব্র্যাথওয়েট। তবে বল ছোবল দেয় স্টাম্পে। ক্যারিবিয়ান অধিনায়ক থামেন ১২ চারে ১১১ বলে ৭৬ রান করে।
দলীয় ১৫৪ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মিরাজের বলে এলবিডব্লিও ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন কাইল মায়ার্স। ব্যাট হাতে সেঞ্চুরি হাকানো মিরাজের চলতি টেস্টে এটিই প্রথম উইকেট।
এদিকে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়া সাকিব আল হাসান আবারও অস্বস্তি বোধ করায় তাকে আজ মাঠে নামানো হয়নি। সাকিবের পরিবর্তে ইয়াসির আলি চৌধুরীকে নামানো হয়েছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]