রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৫৮ ওভার। বৃষ্টির বিঘ্নিত প্রথম দিন শেষে সমান-সমান পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ব্যাট করে ৩ উইকেটে ১৪৫ রান করেছে পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের করাচিতে প্রথম টেস্টে জয় তুলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। স্কোর বোর্ডে ২২ রান উঠতেই ৩ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। ওপেনার ইমরান বাটকে ১৫ ও আজহার আলী খালি হাতে এবং আরেক ওপেনার আবিদ আলী ফিরেন ৬ রানে।
৮৯ বলের মধ্যে শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। চতুর্থ উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন তারা। ২৬১ বলে ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাবর ও ফাওয়াদ।
টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি তুলে ৭৭ রানে অপরাজিত আছেন বাবর। ১২৫ বল খেলে ১২টি চার মারেন তিনি। ১৩৮ বলে ৫টি চারে ৪২ রানে অপরাজিত প্রথম টেস্টের হিরো ফাওয়াদ।
নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও চা-বিরতির পরই বৃষ্টি শুরু হলে দিনের শেষ সেশনটি ভেস্তে যায়। দক্ষিণ আফ্রিকার মহারাজ ২টি ও নর্টি ১টি উইকেট নিয়েছেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]