ফিজের জোড়া আঘাত, ৩৫৫ রানে পিছিয়ে উইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১
ফিজের জোড়া আঘাত, ৩৫৫ রানে পিছিয়ে উইন্ডিজ

বাংলাদেশের করা ৪৩০ রানের বিপরীতে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ফলে আট উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে এখনো ৩৫৫ রান পিছিয়ে রয়েছে সরকারীরা। ক্যারিবিয়দের দুটি উইকেটই শিকার করেছেন মোস্তাফিজুর রহমান।

মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন ব্যাট হাতে আট নম্বরে উইকেটে নেমে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০৩ রানে আউট হন মিরাজ।

মিরাজ ছাড়াও সাকিব আল হাসান ৬৮, ওপেনার সাদমান ইসলাম ৫৯ ও মুশফিকুর রহিম-লিটন দাস ৩৮ রান করে করেন। বুধবার টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের দিন শেষে সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৪২ রান।
sportsmail24
দ্বিতীয় দিন বাংলাদেশকে অলআউট করে ২৯ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম উইকেট হারায় উইন্ডিজ। মোস্তাফিজের বলে এলবিডব্লিও ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল ১৫ বলে ৩ রান করেন।

দলীয় ১১ রানে প্রথম উইকেট হারানোর পর ২৪ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। এবারও সেই মোস্তাফিজ। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে শায়নে মোসলেকেও এলবিডব্লিও-এর ফাঁদে ফেলেন ফিজ। ২৩ বল মোকাবেলা করে ২ রান করেন তিনি।

শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও দিন শেষে আর কোন উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ২৯ ওভারে ২ উইকেটে ৭৫ রানেই দিন শেষ করেছে ক্যারিবীয়রা। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৯ এবং এনক্রুমাহ বোনার ১৭ রানে অপরাজিত আছেন।

এদিকে বাংলাদেশের একাদশে একমাত্র পেসার মোস্তাফিজের সাথে চারজন স্পিনার রাখা হলেও বল হাতে আর কেউ উইকেট শিকার করতে পারেননি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম সেঞ্চুরিতেই তিন বড় ভাইয়ের পাশে মিরাজ

প্রথম সেঞ্চুরিতেই তিন বড় ভাইয়ের পাশে মিরাজ

ফিরেই ফিফটি, ৬৮ রানে থামলেন সাকিব

ফিরেই ফিফটি, ৬৮ রানে থামলেন সাকিব

টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান

রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান