দুই ম্যাচ টেস্ট সিরিজের করাচি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় ও শেষ টেস্টে জয় বা ড্র করতে পারলেই প্রোটিয়াদের বিপক্ষে ১৮ বছর পর সিরিজ জয়ের বন্ধ্যাত্ব ঘোচাবে বাবর আজমরা। সেই মিশনে দ্বিতীয় টেস্টে ব্যাট করছে পাকিস্তান।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফলে হেরে যাওয়া প্রথম টেস্টে শুরুতে ব্যাট করলেও এবার টস হেরে প্রথমে বোলিং করছে দক্ষিণ আফ্রিকা।
২০০৩ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর ছয়টি সিরিজ হলেও জিততে পারেনি পাকিস্তান। ছয়টির মধ্যে চারটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, বাকি দু’টি ড্র হয়েছে।
প্রথম টেস্টে জয় পেয়ে এগিয়ে থাকা পাকিস্তানের ওপেনার আবিদ আলি বলেছেন, ‘প্রথম টেস্টে আমাদের বোলাররা ভালো করেছে। ব্যাটমস্যানরা ভালো করতে পারেনি। ফাওয়াদ দারুণ একটি ইনিংসটি খেলেছেন। আশা করছি, দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিতে পারব আমরা। আমাদের লক্ষ্য সিরিজ জয়।’
প্রথম টেস্টে হারের জন্য ব্যাটসম্যানদের দুষেছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজ হার এড়াতে ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস চান প্রোটিয়াদের স্পিনার কেশব মহারাজ। বলেন, ‘ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারলে দ্বিতীয় টেস্টে আমরা আধিপত্য বিস্তার করতে পারব। সিরিজ হার এড়াতে ব্যাটিং-বোলিং, দু’টোই ভালো খেলতে হবে। বিশেষভাবে ব্যাটসম্যানদের বড় ইনিংসের প্রয়োজন।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]