নিষেধাজ্ঞা কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিফটি করেছিলেন সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে ফিফটির দেখা পেতে তিন ম্যাচ অপেক্ষা করতে হলেও টেস্টে তা হয়নি। ফেরার প্রথম ম্যাচেই ফিফটি দেখা পেলেন সাকিব। তবে ফিফটিটাকে শেষ পর্যন্ত সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেননি তিনি।
ওয়ানডে সিরিজ শেষে বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৩৯ রানে অপরাজিত ছিলেন সাকিব। দ্বিতীয় দিন বৃহস্পতিবার ব্যাট হাতে মাঠে নেমেই ফিফটিতে পৌঁছে যান।
১১০ বলে ফিফটি স্পর্শ করেন সাকিব আল হাসান। বাংলাদেশের মোট স্কোর ছিল ২৬৬ রান। টেস্ট ক্রিকেটে সাকিবের এটি ২৫তম ফিফটি। ২০১৮ সালে মিরপুরে সর্বশেষ টেস্ট ফিফটিও ছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের বিপক্ষে কোন সেঞ্চুরি না থাকলেও ৮টি ফিফটি রয়েছে সাকিবের।
সাকিবের ফিফটির আগেই অবশ্য বড় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। প্রথম দিনের অপরাজিত থাকা আরেক ব্যাটসম্যান লিটন দাস দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান। জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হওয়ার আগে ৩৮ রান করেন তিনি।
লিটনের সঙ্গে ৫৫ রানের জুটি ভাঙার পর উইকেটে আসা মেহেদী হাসান মিরাজকে নিয়ে খেলতে থাকেন সাকিব। তবে বেশি দূর যেতে পারেননি। হাফ-সেঞ্চুরির পর আরও ৪০ বল খেলতে পারেন সাকিব। ১১০ বলে ফিফটির পর আরও ৪০ বলে (১৫০ বল) ৬৮ রানে থেমে যান সাকিব। রাকিম কর্নওয়ালের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সাকিব। টেস্টে রাকিম কর্নওয়ালের এটিই প্রথম উইকেট।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন সাকিব। সেই ইনজুরি কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরলেও শতভাগ ফিট ছিলেন না সাকিব। তবুও ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তিনি। করলেও নিজের টেস্ট ক্যারিয়ারে ২৫তম ফিফটি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]